এক্সপ্লোর
Belur Math: স্মরণে স্বামী স্মরণানন্দ, বেলুড় মঠে বিশেষ পুজো ও স্মরণসভার আয়োজন
Howrah News: সকাল থেকে মঠে ভিড় করেন অগণিত ভক্ত
ফাইল ছবি
1/9

রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্মরণানন্দের মহাসমাধি উপলক্ষে বেলুড় মঠে অনুষ্ঠিত হল বিশেষ পুজো ভজন ও স্মরণসভা।
2/9

রবিবার ভোরে বেলুড়ের ছবিটা ছিল অন্যরকম। ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের শুরু।
3/9

আয়োজন করা হয় বিশেষ পুজো ও হোমের। অস্থায়ীভাবে নির্মিত সভামন্ডপে হয় বিভিন্ন অনুষ্ঠান।
4/9

বৈদিক মন্ত্রপাঠ, ভক্তিগীতি, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, পদাবলি কীর্তন, বাউল গানের আয়োজন করা হয়।
5/9

প্রয়াত স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণা করেন অন্তর্বর্তীকালীন মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দ, স্বামী সুবীরানন্দ সহ অনেকে।
6/9

সকাল থেকে মঠে ভিড় করেন অগণিত ভক্ত। আগত ভক্ত এবং দর্শকদের জন্য ছিল ভোগের ব্যবস্থা।
7/9

গত ২৬ মার্চ মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী স্মরণানন্দ। নিয়ম মতো ১৩ দিনের মাথায় হল ভান্ডারা।
8/9

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মহারাজ। স্বামী স্মরণানন্দের প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
9/9

দিনভর নানা অনুষ্ঠানের পর সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতি দিয়ে শেষ হবে অনুষ্ঠান। (সব ছবি ও তথ্য- ভাস্কর ঘোষ, হাওড়া)
Published at : 07 Apr 2024 05:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















