এক্সপ্লোর
Ram Mandir: আলোতে ফুটে উঠবে রাম-লক্ষ্মণ-সীতা, অযোধ্যায় পাড়ি চন্দননগরের শিল্পীদের
Ayodhya Ram Mandir: প্রায় দুই কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা
প্রায় দু'কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা
1/6

২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার থেকেই শুরু ধর্মীয় অনুষ্ঠান। বিশেষ পদ্ধতিতে পুজোর জন্য তৈরি হয়েছে হাজারের বেশি যজ্ঞকুণ্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা যজ্ঞে অংশ নেবেন। অন্যদিকে, অযোধ্যায় রামমন্দিরে থাকবে চন্দননগরের (Chandannagar) আলোর ছোঁয়া।
2/6

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশ বিদেশের বহু অতিথি রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন। মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয়। দেড়শো জন আলোক শিল্পীদের নিয়ে যাওয়া হচ্ছে হুগলি থেকে।
Published at : 14 Jan 2024 04:00 AM (IST)
আরও দেখুন






















