এক্সপ্লোর
Ram Mandir: আলোতে ফুটে উঠবে রাম-লক্ষ্মণ-সীতা, অযোধ্যায় পাড়ি চন্দননগরের শিল্পীদের
Ayodhya Ram Mandir: প্রায় দুই কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা
![Ayodhya Ram Mandir: প্রায় দুই কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/ab77b1bcc1265946b26784e20e6213501705173936007223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রায় দু'কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা
1/6
![২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার থেকেই শুরু ধর্মীয় অনুষ্ঠান। বিশেষ পদ্ধতিতে পুজোর জন্য তৈরি হয়েছে হাজারের বেশি যজ্ঞকুণ্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা যজ্ঞে অংশ নেবেন। অন্যদিকে, অযোধ্যায় রামমন্দিরে থাকবে চন্দননগরের (Chandannagar) আলোর ছোঁয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/fefacd820a895bb9613b5a3837fdfec3c95bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার থেকেই শুরু ধর্মীয় অনুষ্ঠান। বিশেষ পদ্ধতিতে পুজোর জন্য তৈরি হয়েছে হাজারের বেশি যজ্ঞকুণ্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা যজ্ঞে অংশ নেবেন। অন্যদিকে, অযোধ্যায় রামমন্দিরে থাকবে চন্দননগরের (Chandannagar) আলোর ছোঁয়া।
2/6
![২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশ বিদেশের বহু অতিথি রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন। মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয়। দেড়শো জন আলোক শিল্পীদের নিয়ে যাওয়া হচ্ছে হুগলি থেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/4d9b5516e104c11b6fdad37886a36649ac409.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশ বিদেশের বহু অতিথি রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন। মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয়। দেড়শো জন আলোক শিল্পীদের নিয়ে যাওয়া হচ্ছে হুগলি থেকে।
3/6
![ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত গেট লাগানো থাকবে। আলোর মাধ্যমে রাম লক্ষ্মণ সীতা হনুমানের ছবি ফুটিয়ে তোলা হবে। বিশেষ ভাবে থাকছে পদ্মফুলের আলো। ৩০০ টি আলোর গেট থাকবে রামমন্দির যাওয়ার রাস্তায়। এক বছর ধরে এই আলো জ্বলবে। তার জন্য লোহার স্ট্রাকচারের উপর নতুন ধরনের এলিডি স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো। যা সহজে নষ্ট হবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/824a73a47ed79789ffd1201a67678cd7e71e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত গেট লাগানো থাকবে। আলোর মাধ্যমে রাম লক্ষ্মণ সীতা হনুমানের ছবি ফুটিয়ে তোলা হবে। বিশেষ ভাবে থাকছে পদ্মফুলের আলো। ৩০০ টি আলোর গেট থাকবে রামমন্দির যাওয়ার রাস্তায়। এক বছর ধরে এই আলো জ্বলবে। তার জন্য লোহার স্ট্রাকচারের উপর নতুন ধরনের এলিডি স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো। যা সহজে নষ্ট হবে না।
4/6
![দীপাবলিতে চন্দননগরের আলো সেজেছিল অযোধ্যার পথ ঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময় চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা। প্রায় দেড়শো আলোক শিল্পী রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে। যোগী রাজ্যে থেকে প্রায় দু কোটি টাকার বরাত পেল চন্দননগর, এমনটাই খবর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/f305afb7625ca289f690a5b213c701563deea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দীপাবলিতে চন্দননগরের আলো সেজেছিল অযোধ্যার পথ ঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময় চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা। প্রায় দেড়শো আলোক শিল্পী রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে। যোগী রাজ্যে থেকে প্রায় দু কোটি টাকার বরাত পেল চন্দননগর, এমনটাই খবর।
5/6
![এদিকে, রবিবার থেকেই রাম মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের কাজ শুরু হচ্ছে। রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন ও পুজো হবে। বিকেলে রামলালার অভিষেক অনুষ্ঠান রয়েছে। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আগে, হনুমানের উদ্দেশে আহুতি দেবেন সাধুরা। তৈরি করা হয়েছে ১০০৮টি যজ্ঞকুণ্ড। সারা দেশ থেকে আসতে শুরু করেছেন সাধু, সন্ন্যাসীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/fe7f4238738746e6ad6846e5f7cdf1a6c6288.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিকে, রবিবার থেকেই রাম মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের কাজ শুরু হচ্ছে। রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন ও পুজো হবে। বিকেলে রামলালার অভিষেক অনুষ্ঠান রয়েছে। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আগে, হনুমানের উদ্দেশে আহুতি দেবেন সাধুরা। তৈরি করা হয়েছে ১০০৮টি যজ্ঞকুণ্ড। সারা দেশ থেকে আসতে শুরু করেছেন সাধু, সন্ন্যাসীরা।
6/6
![প্রায় দুই কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা। চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা এই আলো ও শিল্পীদের নিয়ে শনিবারই রওনা দিচ্ছেন অযোধ্যার উদ্দেশ্যে। কিছু আলোক সজ্জা যেমন করে নিয়ে যাওয়া হচ্ছে তেমনি অযোধ্যায় পৌঁছে বাকি কাজ শেষ হবে। ২০ তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানান আলোক শিল্পীরা। রামমন্দিরে বহু মানুষ আসবেন সেখানে চন্দননগরের আলো আলাদা করে নজর কাড়বে আশাবাদী আলোক শিল্পীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/e548d8a655136992d441c15188120c70eb3c8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রায় দুই কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা। চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা এই আলো ও শিল্পীদের নিয়ে শনিবারই রওনা দিচ্ছেন অযোধ্যার উদ্দেশ্যে। কিছু আলোক সজ্জা যেমন করে নিয়ে যাওয়া হচ্ছে তেমনি অযোধ্যায় পৌঁছে বাকি কাজ শেষ হবে। ২০ তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানান আলোক শিল্পীরা। রামমন্দিরে বহু মানুষ আসবেন সেখানে চন্দননগরের আলো আলাদা করে নজর কাড়বে আশাবাদী আলোক শিল্পীরা।
Published at : 14 Jan 2024 04:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)