এক্সপ্লোর
Covid 19 : কলকাতায় প্রসূতির করোনা, হাসপাতালে ভর্তি কিশোর, এ রাজ্যে নতুন করে কোভিডের ঢেউ?
Coronavirus : করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর নাম। জানা গেছে, চিনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট।
এ রাজ্যে নতুন করে কোভিডের ঢেউ?
1/10

রাজ্যের আকাশেও কি কোভিড-আতঙ্কের সিঁদুরে মেঘ ঘনাচ্ছে? এরাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নতুন করে আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন কোভিড ১৯ -এ।
2/10

২০২০ থেকে ২২ সালের করোনা আতঙ্ক কাটিয়ে এখনও ধাতস্থ হওয়ার লড়াই জারি রয়েছে এ দেশে। তার আগেই এবার ফের দেশ তথা বিশ্ব জুড়ে ফের মাথা চাড়া দিচ্ছে কোভিড আতঙ্ক।
Published at : 26 May 2025 07:39 AM (IST)
আরও দেখুন






















