এক্সপ্লোর
Cyclone Jawad: দিঘা, কাকদ্বীপ থেকে কলকাতা- শুরু বৃষ্টি, উপকূলবর্তী এলাকায় নজরদারি, সরানো হল স্থানীয় বাসিন্দা, পর্যটকদের
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/0bb6f9624190a73bbd81234fa4b05b25_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিঘা, কাকদ্বীপ থেকে কলকাতা, সকাল থেকে শুরু বৃষ্টি
1/10
![শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জওয়াদ। আজ দুপুর নাগাদ তা পুরীর কাছে ওড়িশা উপকূলে পৌঁছবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/29f46897d1dd451d49c74c48d7c2d20aaaff2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জওয়াদ। আজ দুপুর নাগাদ তা পুরীর কাছে ওড়িশা উপকূলে পৌঁছবে।
2/10
![পর্যটকশূন্য মন্দারমণি। সকাল থেকে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাইকে প্রচার চালাচ্ছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/b2155416a92793e258589821a127bb5ebea22.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পর্যটকশূন্য মন্দারমণি। সকাল থেকে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাইকে প্রচার চালাচ্ছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।
3/10
![দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতেও সকাল থেকে চলছে মাইকে প্রচার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/667436e0410fa36c0a16bbbecb805a0fbd273.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতেও সকাল থেকে চলছে মাইকে প্রচার।
4/10
![সকাল থেকে জনশূন্য পুরীর সৈকত। উত্তাল সমুদ্র। শুরু হয়েছে বৃষ্টি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/b6965decae43701c23754d09bd832cd6c6e41.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সকাল থেকে জনশূন্য পুরীর সৈকত। উত্তাল সমুদ্র। শুরু হয়েছে বৃষ্টি।
5/10
![পুরী ছাড়াও, গঞ্জাম, খুরদা, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া ও কটক জেলায় আগামী কয়েকঘণ্টা দু’-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/050d44b6f783fee3526949d5facd3fde69532.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পুরী ছাড়াও, গঞ্জাম, খুরদা, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া ও কটক জেলায় আগামী কয়েকঘণ্টা দু’-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
6/10
![ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কা কাটলেও, কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ ও পুলিশ। বাঁধের ওপর চলছে নজরদারি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/1dab0dd8645c94262eaa0578664772ba60380.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কা কাটলেও, কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ ও পুলিশ। বাঁধের ওপর চলছে নজরদারি।
7/10
![নিচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেই পাথরপ্রতিমা থেকে নামখানা পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে স্পিড বোটে চড়ে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/611d57635a53c3b15717e97188b1497b2f873.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেই পাথরপ্রতিমা থেকে নামখানা পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে স্পিড বোটে চড়ে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।
8/10
![বাংলায় জওয়াদ আছড়ে পড়ার আশঙ্কা কাটলেও, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে দিঘায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। অশান্ত সমুদ্র।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/66c46e9fdc64b1a53bb2217d46fb16579df86.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলায় জওয়াদ আছড়ে পড়ার আশঙ্কা কাটলেও, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে দিঘায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। অশান্ত সমুদ্র।
9/10
![প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রে নেমেছেন পর্যটকরা। তাঁদের সতর্ক করা হচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/336c1913654154c81dcf75feee46b8237b95d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রে নেমেছেন পর্যটকরা। তাঁদের সতর্ক করা হচ্ছে।
10/10
![সকাল থেকে বকখালিতে মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। ঘূর্ণিঝড় জওয়াদের বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা কেটে যাওয়ায় সমুদ্রে নেমে পড়েছেন পর্যটকরা। বাঁশি বাজিয়ে তাঁদের সতর্ক করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/84ed5db876a47ce0bd5ca3081140cd7440a31.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সকাল থেকে বকখালিতে মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। ঘূর্ণিঝড় জওয়াদের বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা কেটে যাওয়ায় সমুদ্রে নেমে পড়েছেন পর্যটকরা। বাঁশি বাজিয়ে তাঁদের সতর্ক করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
Published at : 05 Dec 2021 09:58 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)