এক্সপ্লোর
Durga Puja 2024: চতুর্ভুজে সন্তানদের রক্ষা, অভয়া রূপে উমার আরাধনা চাঁদপাড়ায়
Durga Puja 2024: কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে রামপুরহাট। সেখানে উৎসবে মেতেছে চাঁদপাড়া। বছরের এই কটা দিন কার্যত মিলনক্ষেত্র হয়ে ওঠে এই গ্রাম।
ফাইল ছবি
1/10

ঢাকের বাদ্যি, মন্ত্রোচ্চারণ, ধুনোর গন্ধ, পুষ্পাঞ্জলি- উৎসবের মুডে রাজ্যবাসী। পুজোর আনন্দে মেতেছে বাংলা। শহর পেরিয়ে গ্রামেও পুজোর মেজাজ।
2/10

থিম নয়, আছে সাবেকিয়ানা, ঐতিহ্য। পুরনো রীতি মেনে প্রতিবছর উমাবরণ। পরিবারের সদস্যদের এক হওয়ার সময়। পুজোর এই ক’টাদিন সবাই মিলে সামিল উৎসবে। মেতে ওঠা শারদ-আনন্দে। এমনই ছবি রামপুরহাটের চাঁদপাড়া গ্রামে।
Published at : 11 Oct 2024 09:34 PM (IST)
আরও দেখুন






















