এক্সপ্লোর
Durga Puja 2025 : বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা চলল কানাডায়, নিখুঁত শিল্পে আটকাবে চোখ
বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল এবং স্ত্রী তন্দ্রা পাল গত কয়েকদিন ধরে দিনরাত খেটে প্রায় আড়াই কেজি ওজনের এই প্রতিমা তৈরি করেছেন।
বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা চলল কানাডায়
1/7

পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। রবিবার বর্ধমান থেকে কানাডার অন্টারিও-র উদ্দেশ্যে পাড়ি দিল বর্ধমানের মৃৎশিল্পীর হাতে তৈরী দুর্গা প্রতিমা।
2/7

বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল এবং স্ত্রী তন্দ্রা পাল গত কয়েকদিন ধরে দিনরাত খেটে প্রায় আড়াই কেজি ওজনের এই প্রতিমা তৈরি করেছেন।
Published at : 27 Aug 2025 04:42 PM (IST)
আরও দেখুন






















