এক্সপ্লোর
Durga Puja Story: মহাদেবের বাম উরুতে আসীন মা দুর্গা, হরগৌরীর অভিনব মূর্তি পুজো হয় পূর্ব বর্ধমানের এই জমিদার বাড়িতে
Durga Puja 2025: চোখ বেঁধে মাতৃমূর্তি তুলে নিয়েছিল এক শিশুকন্যা, তারপরেই শুরু হয় পুজো! অবাক করবে পশ্চিমবঙ্গের এই জায়গার দুর্গোৎসব
চোখ বেঁধে মাতৃমূর্তি তুলে নিয়েছিল এক শিশুকন্যা, তারপরেই শুরু হয় পুজো! অবাক করবে পশ্চিমবঙ্গের এই জায়গার দুর্গোৎসব
1/10

আর কয়েকটা দিন পেরোলেই পুজো। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে ভেসে খবর দিয়ে যাচ্ছে আগমনীর। মাতৃ প্রতিমা বলতেই আপামর বাঙালির মনে আসে, দশভূজা দেবীর প্রতিমা। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই রয়েছে এমন সব মূর্তি আর তাকে জড়ানো সব ইতিহাস, যার কথা জানেন না অনেকেই।
2/10

কথা হচ্ছে, পূর্ব বর্ধমানের বড়শুলের 'দে' বাড়ির পুজোর। এখানে লক্ষ্মী বা সরস্বতীর বাহন নেই, মহাদেবের বাম উরুতে আসীন থাকেন, মা দুর্গা। অনুমানিক আড়াইশো বছর ধরে পূজিত হচ্ছেন এই বাড়ির 'হরগৌরী'।
Published at : 19 Sep 2025 10:26 PM (IST)
আরও দেখুন






















