এক্সপ্লোর
ED Raid: রেশন দুর্নীতির তদন্তে আজ কলকাতা-সহ একাধিক ঠিকানায় ED-র হানা
ED Raids Kolkata Nadia: রেশন দুর্নীতির তদন্তে ফের একযোগে একাধিক ঠিকানায় হানা ইডির। উত্তর ২৪ পরগনা, নদিয়া, সল্টলেক, এজেসি বোস রোডে চলছে তল্লাশি।

রেশন দুর্নীতির তদন্তে আজ কলকাতা-সহ একাধিক ঠিকানায় ED-র হানা
1/9

এদিন সকাল থেকেই শুরু হয়েছে ইডির অভিযান। উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুরে আটা কলে হানা।
2/9

আটাকলের দুই মালিক মন্টু সাহা ও কালীদাস সাহার বাড়িতেও চলে তল্লাশি
3/9

সল্টলেকে বনগাঁর আটাকল মালিক মন্টু সাহা, কালীদাস সাহার হোটেলের খোঁজ করা হয়।
4/9

সেক্টর ফাইভের সেই হোটেলেও হানা ইডির।
5/9

নদিয়ার রানাঘাট ও হরিণঘাটার ৪ জায়গায় ইডির হানা।
6/9

রানাঘাটের ১৭ নম্বর ওয়ার্ডে চালকল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে চলেছে তল্লাশি।
7/9

১ নম্বর ওয়ার্ডে রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও ইডি।
8/9

নগরউখড়ায় বিনয় দেবনাথের চালকলেও চলছে তল্লাশি।
9/9

এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আটার প্যাকেজিং সংস্থাতেও তল্লাশি ইডির।
Published at : 04 Nov 2023 02:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
