এক্সপ্লোর
Hooghly News: হাজার ডাকেও ভাঙেনি ঘুম, ভাঙতে হল দরজা !
ঘুম ভাঙল যুবকের
1/11

ঘুম নিয়ে গবেষণা নতুন নয়। খ্রীষ্টপূর্ব থেকেই এই ঘুম নিয়ে গবেষণা চলছে। তবে আধুনিক বিজ্ঞানের কথায় ঘুম হল একটি জৈবিক বিষয়। যা প্রাণীকুলের কাছে অত্যন্ত স্বাভাবিক। মানুষ সারা জীবনের প্রায় ৩৫% সময় ঘুমেই কাটিয়ে দেন। অর্থাৎ কেউ যদি ৬০ বছর বাঁচে তবে হিসেব কষলে দেখা যাবে তিনি জীবনের সাড়ে ২১ বছর ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন। কিন্তু ঘুম যদি হয় অবিরাম। কোনভাবেই যদি ঘুম না ভাঙ্গে। সেক্ষেত্রে পুরাণ মতে তিনি হলেন কুম্ভকর্ণ।
2/11

হিন্দুপুরাণ রামায়ণে কুম্ভকর্ণকে রক্ষকুলের সঙ্গে তুলনা করা হয়েছে, তিনি ছিলেন রাবণের মধ্যম ভ্রাতা৷ কুম্ভকর্ণ তাঁর ভ্রাতাদ্বয় রাবণ ও বিভীষণের সহিত এক মহাযজ্ঞে অংশগ্রহণ করে তারা প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করতে সফল হন৷
Published at : 23 Nov 2021 03:36 PM (IST)
আরও দেখুন






















