এক্সপ্লোর
Mohun Bagan Supporter's Marriage : মেনুতে পালতোলা নৌকো, সবুজ-মেরুন গেট আর জার্সি গায়ে বর

Untitled_design_-_2022-03-08T154206106
1/9

মেনু কার্ড থেকে ফুলের সাজ সবই সবুজ মেরুন। এমনকী বিয়ের কনের সাজেও সবুজ মেরুনের ছোঁয়া।
2/9

ফুটবল-জ্বর খেলার মাঠ ছাড়িয়ে গেরস্থালিতে। কারও মন সবুজ মেরুনে। কেউ লাল হলুদ। জার্সি গায়ে সমর্থকদের হুল্লোড়, মাঠজুড়ে স্লোগান - এই হল বাঙালির ফুটবল আবেগ। কিন্তু সেই আবেগের রেশ এবার বিয়েতেও। সবু-মেরুন দলের ডাই-হার্ড ভক্ত নিজের বিয়ের থিমও রাখলেন মোহনবাগান।
3/9

খাঁটি মোহনবাগানী বিয়ে। বাড়ির সামনে সাজানো সবুজ-মেরুন সামিয়ানা। বিয়েতে প্রিয় দলের পতাকার রঙে প্যান্ডেল যেমন সাজিয়েছেন।
4/9

iতেমনই আলোকসজ্জাতেও রয়েছে বাগানী-আবেগ। মেনু কার্ড থেকে সাজসজ্জা সবেতেই সবুজ মেরুনের ছোঁয়া।
5/9

পান্ডুয়ার বৈঁচি গ্রামের বিশ্বজিৎ মুখোপাধ্যায় ছেলেবেলা থেকেই মোহনবাগান ক্লাবের সমর্থক। গত ৪ মার্চ ছিল বিয়ে । ৬ মার্চ হয় রিসেপশন। প্রিয় দলের থিম রং সবুজ মেরুন।
6/9

সবুজ মেরুন কাপড় দিয়ে সাজানো মণ্ডপ। সবুজ মেরুন আলোকসজ্জায় সেজে উঠেছিল মণ্ডপ।
7/9

বিশ্বজিৎ নিজে অতিথি অভ্যাগতদের স্বাগত জানান মোহনবাগানের জার্সি পরে। আইএসএলে মোহনবাগান ভাল অবস্থায় রয়েছে।
8/9

বাড়িতে থাকলে মোহনবাগানের খেলা মিস করেন না বিশ্বজিৎ। কিন্তু অফিসে থাকলে খেলা দেখা হয় না । তখন তাঁকে খেলার আপডেট দেন তার স্ত্রী পিয়ালী।
9/9

মোহনবাগান বাড়িতে এমন অভিনব বিয়ের অনুষ্ঠানে হাজির অতিথিরা বেশ আনন্দ করেন।
Published at : 08 Mar 2022 03:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
