এক্সপ্লোর
Howrah Violence: হাওড়াকাণ্ডে বিরোধীদের প্রশ্নের মুখে শাসকদল, কী প্রতিক্রিয়া শুভেন্দুদের ?
Howrah Shibpur Violence: মুখ্যমন্ত্রী বলেছেন, 'হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক।', কী বললেন বাকিরা ?
হাওড়াকাণ্ডে বিরোধীদের প্রশ্নের মুখে শাসকদল, কী প্রতিক্রিয়া শুভেন্দুদের ?
1/10

অভিষেক বলেন, “চারটে গাইডলাইন দেওয়া হয়েছিল, একটাও মানা হয়নি।’’কোমরে পিস্তল গুঁজে রামনবমীর মিছিলে কেন, ভিডিও দেখিয়ে প্রশ্ন অভিষেকের। প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
2/10

মুখ্যমন্ত্রী বলেছেন, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক।'
Published at : 01 Apr 2023 10:07 AM (IST)
আরও দেখুন






















