এক্সপ্লোর
TMC Shahid Diwas 2022: শহরজুড়ে বিশাল রাজনৈতিক আয়োজন, ২১ জুলাইয়ের সভামঞ্চে কড়া সুরক্ষা
একুশের প্রস্তুতি
1/10

সিঁড়ি তৈরি থেকে, মঞ্চের ওপরের কাজ। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তৃণমূলের একুশের প্রস্তুতি ঘিরে, ধর্মতলা জুড়ে বিশাল রাজনৈতিক আয়োজন। বুধবার সকাল থেকেই দফায় দফায় পরিদর্শনে আসেন পুলিশ আধিকারিকরা।
2/10

স্টেজের পিছনদিকে, রয়েছে VVIP entry gate, যেখান দিয়ে ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পথেই মঞ্চে যাবেন, VVIP নেতারা। পুলিশ সূত্রে খবর, মঞ্চকে কেন্দ্র করে ৮টি জায়গার ছাদ থেকে হবে ভিডিওগ্রাফি। পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম। রেডিও ফ্লাইং স্কোয়াড। তৈরি রয়েছে বম্ব ও ডগ স্কোয়াড।
Published at : 20 Jul 2022 10:12 PM (IST)
আরও দেখুন





















