এক্সপ্লোর
Durga Puja 2022: গৃহকর্তাকে মাছ ধরতে সাহায্য করেছিলেন রমণী, এরপরেই আসে স্বপ্নাদেশ!
স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন, ২০০ বছর ধরে পোড়া রুটি আর পান্তাভাতেই পুজিতা হন বাগদী বাড়ির দুর্গা
বাগদি পাড়ার দুর্গাপুজো
1/10

দেবীর নির্দেশে অভাবের সংসারে একসময় পর্ণকুটিরে শুরু হয়েছিল দেবী আরাধনা। অভাবী পরিবারের অসহায়তার কথা জেনে দেবী নিজেই নির্দেশ দিয়েছিলেন বাড়ির সাধারণ খাবার দিয়েই ভোগ নিবেদনের। সেই নির্দেশ মেনে আজও পোড়া রুটি ও পান্তা ভাতে পুজিতা হন রাউৎখন্ড বাগদী পাড়ার চতুর্ভূজা দেবী দুর্গা।
2/10

আজ থেকে প্রায় ২০০ বছর পূর্বে বাঁকুড়া জেলার জয়পুর থানার রাউৎখন্ড ছিল তৎকালীন বর্ধমান রাজা মাহাতব চাঁদের অধীনে। আর এই রাউৎখণ্ড এলাকার সমস্ত খাজনা আদায় করে বর্জায় চাপিয়ে বর্ধমান রাজ পরিবারে পৌঁছে দিতেন রাউৎখণ্ড বাগদী পাড়ার একটি পরিবার। রাজামশাই ওই বাগদী পরিবারের পদবী দিয়েছিলেন আটপৌরি। সেই থেকে ওই গ্রামের নামও হয়ে যায় আটপৌরি পাড়া।
Published at : 28 Sep 2022 02:40 PM (IST)
আরও দেখুন






















