এক্সপ্লোর
Amit Shah in Kolkata: লোকসভা ভোটে 'বিশেষ' গুরুত্ব IT Cell-এ! কী কী নির্দেশ রাজ্য় বিজেপিকে?
JP Nadda in Kolkata: সূত্রের দাবি, মঙ্গলবার ন্য়াশনাল লাইব্রেরিতে, বঙ্গ বিজেপির আইটি সেলের সঙ্গে অমিত শাহ, জে পি নাড্ডার বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
ছবি: অমিত শাহ এবং রাজ্য বিজেপির ফেসবুক পেজ
1/10

পাখির চোখ লোকসভা ভোট। রণকৌশল ঠিক করতে কলকাতায় অমিত শাহ, জেপি নাড্ডা। ভোট স্ট্য়াটেজি নিয়ে বৈঠকের পাশাপাশি, কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। লাল কার্পেটে অভ্য়র্থনা জানানো হয় তাঁদের। এদিন জোড়াসাঁকোর গুরুদোয়ারাতেও প্রার্থনা-অনুষ্ঠানে সামিল হন অমিত শাহ- জেপি নাড্ডা
2/10

বড়দিনের পরই কলকাতায় বিজেপির বড় বৈঠক!লোকসভা ভোটের স্ট্র্য়াটেজি ঠিক করতে কলকাতা ঘুরে গেলেন অমিত শাহ, জে পি নাড্ডা। মঙ্গলবার সকালে, নিউটাউনের হোটেল থেকে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে প্রার্থনা করেন, বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব। গুরুদ্বার থেকে বেরিয়ে জনসংযোগও সেরে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Published at : 27 Dec 2023 09:27 AM (IST)
আরও দেখুন






















