এক্সপ্লোর
Phone Recovery : হারিয়ে যাওয়া ফোন ফিরে পেতে কী করবেন ?
Kolkata Police : হারিয়ে গেছে ফোন (Phone Lost) ? কাছের-কাজের জিনিস হঠাৎই গিয়েছে খোওয়া ? ঘাবড়ানোর দরকার নেই। আপনার হারানো ফোন খুঁজে দেবে পুলিশ (Police)।
Phone Recovery
1/10

পার্থপ্রতিম ঘোষ ও অঞ্জন চক্রবর্তী, কলকাতা : কলকাতা হোক বা রাজ্যের যে কোনও প্রান্ত, এমনকি রাজ্যের বাইরে গিয়েও ফোন হারালেও তা ফিরে পেতে পারেন আপনি। শুধু কয়েকটা ধাপ মেনে এগোলেই হয়ে যাবে মুশকিল আসান।
2/10

প্রত্যেক শনিবার লালবাজার (Lal Bazar) সহ বিভিন্ন ডিভিশনে ফোন করে ডেকে পাঠানো হয় হারানো ফোনের মালিকদের। পুলিশের তরফে ফোন উদ্ধার হলেই অভিযোগকারীর কাছে যায় ফোন।
Published at : 15 Jul 2023 08:06 PM (IST)
আরও দেখুন






















