এক্সপ্লোর
TMC On Delhi:পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর আটক তৃণমূল মন্ত্রী-সাংসদরা, কৃষি ভবনে তুলকালাম
TMC MPs Detained:ধর্নায় গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল মন্ত্রী-সাংসদদের, পরে আটক হলেন তাঁরা।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর আটক তৃণমূল মন্ত্রী-সাংসদরা, কৃষি ভবনে তুলকালাম (ছবি: Abhishek Banerjee X Handle-এর Video-র থেকে নেওয়া স্ক্রিনশট)
1/10

ধর্নায় গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদরা। প্রতিবাদে এ রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ।
2/10

বাংলার প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র, এই অভিযোগে তৃণমূলের দিল্লি অভিযান ঘিরে গত কাল, সোমবার রাজঘাটেও একপ্রস্ত অশান্তি বেঁধেছে। কিন্তু তাতে যে তৃণমূল দমবে না, সে কথা মঙ্গলবার যন্তরমন্তরের ধর্না মঞ্চ থেকেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Published at : 03 Oct 2023 11:10 PM (IST)
আরও দেখুন






















