এক্সপ্লোর
UPSC Preparation: UPSC পরীক্ষায় ভয়? ঠিকমতো প্রস্তুতি নিলে সহজেই মিলবে জয়
UPSC Prelims 2023: যাঁরা ভবিষ্যতে এই পরীক্ষায় বসবেন ভাবছেন, তাঁদের গোড়া থেকেই স্পষ্ট ধারণা রাখতে হবে।
প্রতীকি চিত্র
1/9

ভারতের সবচেয়ে কঠিন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা বলা হয় একে। UPSC-এর প্রস্তুতিও তাই অন্য পরীক্ষার চেয়ে অনেকটাই আলাদা।
2/9

এই বছর ২৮ মে UPSC ২০২৩-এর প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। যাঁরা ভবিষ্যতে এই পরীক্ষায় বসবেন ভাবছেন, তাঁদের কিন্তু গোড়া থেকেই কয়েকটি বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে।
3/9

পরীক্ষার ধরন, কীভাবে প্রশ্ন আসে। কী কী পদ্ধতিতে গোটা পরীক্ষা হয়, প্রস্তুতির আগে সেইদিকগুলি ভাল করে দেখে নিতে হবে।
4/9

অবজেক্টিভ ও সাবজেক্টিভ- দুইরকম প্রশ্নই থাকে এই পরীক্ষায়। প্রিলিমিনারি পরীক্ষা প্রাথমিক স্তরের পরীক্ষা। তারপরে হয় মেইনস। মেইনস-এর পরীক্ষা ডেসক্রিপটিভ হয়।
5/9

সাম্প্রতিক সময়ে যা যা ঘটনা ঘটেছে সেইগুলি নিয়ে পড়াশোনা করে রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা রাখতে হবে।
6/9

বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপারে ভাল করে পড়াশোনা করা প্রয়োজন। সাধারণ জ্ঞানের ভাণ্ডার ভাল রাখতে হবে। UPSC পরীক্ষার জন্য যা খুব প্রয়োজন।
7/9

নানা বই পড়তে যেমন হবে। তেমনই নিজের নোটস নিজেকেই বানাতে হবে। নিজের মতো করে নোটস বানালে পড়াশোনায় সুবিধাও হবে, বিপুল বড় সিলেবাসও শেষ করা যাবে।
8/9

পরীক্ষায় ভাল ফল করতে গেলে অভ্যাসের বিকল্প হয় না। বারবার পরীক্ষা দিতে হবে। সেই কারণেই মক টেস্ট দেওয়াও অভ্যেস করতে হবে।
9/9

আগের বছরের প্রশ্নপত্র ভাল করে নজর করতে হবে। কী প্যাটার্নে, কী কী প্রশ্ন এসেছে সেগুলি ভাল করে সলভ করতে হবে।
Published at : 10 May 2023 04:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























