এক্সপ্লোর
Jalpaiguri Storm: কয়েক মিনিটের ঝড়ে সর্বস্বান্ত, কেউ হারিয়েছেন প্রিয়জন, কারও সঞ্চিত সম্পদও গিয়েছে উড়ে
Jalpaiguri Cyclone Storm: মাত্র কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড এলাকা। উপড়ে পড়েছে গাছ, ভেঙে গিয়েছে বাড়ি।
কয়েক মিনিটের ঝড়ে সর্বস্বান্ত, হারিয়েছেন প্রিয়জন, সঞ্চিত সম্পদও গিয়েছে উড়ে
1/10

মাত্র কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড এলাকা। উপড়ে পড়েছে গাছ, ভেঙে গিয়েছে বাড়ি।
2/10

ঝড় কেড়ে নিয়েছে ৫ জনের প্রাণ। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে।
3/10

অনেকেরই চোখে মুখে এখনও আতঙ্ক।আর এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
4/10

গতকাল পশ্চিমি ঝঞ্জার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে।
5/10

এখনও বিদ্যুৎহীন একাধিক এলাকা।ঝড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন।
6/10

আক্ষরিক অর্থেই আজ তাই পথে বসেছেন ময়নাগুড়ির বার্নিশের কলেন রায়। ভেঙে পড়েছেন হতাশায়।
7/10

রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়।
8/10

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল।
9/10

ঝড়ের (Jalpaiguri Cyclone Storm) পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে সকালেই বাগডোগরা পৌঁছলেন রাজ্যপাল CV আনন্দ বোস (Governor CV Ananda Bose)।
10/10

এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।
Published at : 01 Apr 2024 10:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























