এক্সপ্লোর
Kalpataru Utsav: “তোমাদের চৈতন্য হউক”, কল্পতরু উৎসব কেন এত গুরুত্বপূর্ণ?
Kalpataru Utsav Significance:“এ আর তোমাদের কী বলিবে? তোমাদের চৈতন্য হউক।” এরপরই সমাধিস্থ হলেন রামকৃষ্ণদেব।
সমাধিস্থ হলেন রামকৃষ্ণদেব, এ যেন আত্মার সঙ্গে পরমাত্মার এক হয়ে যাওয়া
1/6

পয়লা জানুয়ারি, ১৮৮৬। গৃহী ভক্তরা ঘিরে ধরে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসকে। চলছে একের পর এক প্রশ্নোত্তর পর্ব। উত্তর দিচ্ছেন ঠাকুর। ভক্তকুলের মধ্যে উপস্থিত ছিলেন গিরীশ ঘোষও। ঠাকুরের উদ্দেশে তিনি বলেন, “তুমি আর কেউ নও, নররূপধারী পূর্ণব্রহ্ম ভগবান। আমার মত পাপীতাপীদের মুক্তির জন্য নেমে এসেছ।”
2/6

এই কথার প্রত্যুত্তর করলেন ঠাকুর। বললেন, “এ আর তোমাদের কী বলিবে? তোমাদের চৈতন্য হউক।” এরপরই সমাধিস্থ হলেন রামকৃষ্ণদেব।
Published at : 01 Jan 2023 05:27 PM (IST)
আরও দেখুন






















