এক্সপ্লোর
Kanchanjungha Express Accident : দেশলাই বাক্সের মতো দুমড়ে গেল কামরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা?
Kanchanjungha Express Accident : মালগাড়ির ধাক্কায় একটার ওপর আরেকটা কামরা উঠে যায়। ভয়াবহ সে দৃশ্য। এর মধ্যে কতজন যাত্রী আটকে ?
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা
1/8

ঠিক এক বছর আগে , এই জুন মাসেই ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনা কেড়ে নিয়েছিল শয়ে শয়ে লোকের প্রাণ। ৩টি ট্রেনের ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে মৃত্যুমিছিল হয়।
2/8

আর ১ বছর গড়াতে না গড়াতেই দিনের আলোয় আবারও ভয়ঙ্কর এক দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় ছিটকে গেল যাত্রীবাহী রেলগাড়ির কামরা।
Published at : 17 Jun 2024 10:28 AM (IST)
আরও দেখুন






















