এক্সপ্লোর
Tarapith: কৌশিকী অমাবস্যার সন্ধেয় রাজবেশে মা তারা, মধ্যরাতে নিশি পুজো
Maa Tara: এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ

মাকে সোনার অলঙ্কার দিয়ে রাজবেশে সাজানো হয়
1/7

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।
2/7

ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়। মঙ্গলারতির পর পাঁচরকম ফুল ও ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়।
3/7

এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ।
4/7

দুপুরে পোলাও, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, পাঁঠার মাংস, দই, মিষ্টি, পায়েস ভোগ দেওয়া হবে। সন্ধ্যার সময় শীতল ভোগে থাকবে লুচি ,সুজি, মাছ-সহ নানা রকমের ভাজা ও মিষ্টি। রাত ১২টায় হবে নিশি পুজো।
5/7

সন্ধ্যা ৭ টার সময় সন্ধ্যা আরতি। সেই মাকে সোনার অলঙ্কার দিয়ে রাজবেশে সাজানো হয়।
6/7

রাত ১২টায় মায়ের নিশি পুজো হবে।
7/7

শীতল ভোগ হবে সন্ধ্যার সময়। ভোগে থাকবে লুচি ,সুজি, নানা রকমের মিষ্টি ,ভাজার পাশাপাশি মাছ ভাজা থাকবে।
Published at : 02 Sep 2024 10:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
