এক্সপ্লোর
Kolkata Metro: কমছে ট্রেন, ছটপুজো উপলক্ষ্যে সময়সূচিতেও বদল ঘোষণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ
Chhath Puja 2025: সোমবার ব্লু ও গ্রিন লাইনের মেট্রো পরিষেবার বদল হলেও, বাকি লাইনগুলিতে অন্যান্য দিনের মতোই ট্রেন চলাচল করলে।
ছটপুজোয় মেট্রো পরিষেবায় বদল
1/9

দূর্গাপুজো ও কালীপুজো শেষ হলেও এখনও শেষ হয়নি উৎসবের মরশুম। সোমবারই ছটপুজো। এই পুজো উপলক্ষ্যে মেট্রো রেল পরিষেবায় কিছু রদবদলের কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ।
2/9

সাধারণ দিনের তুলনায় সোমবার তুলনামূলক কম ট্রেন চলবে এই দুই লাইনে। সাধারণ দিনে ব্লু লাইনে সর্বসাকুল্যে ২৭২টি ট্রেন আপ ও ডাউন মিলিয়ে চলে। সেখানে কাল ২৩৬টি ট্রেন চলবে। গ্রিন লাইনে ২২৬টির বদলে চলবে ১৮৬টি ট্রেন।
Published at : 26 Oct 2025 10:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















