এক্সপ্লোর
Mamata Banerjee: রাজ্য়পালের 'বাংলায় হাতেখড়ি'-ইস্যুতে মমতাকে তোপ, নতুন বছরে আরও কী বিষয়ে নিশানায় তৃণমূল ?
Sujan on Mamata and Governor: কবিতা কটাক্ষ থেকে মিড ডে মিল, পাশাপাশে সদ্য রাজ্য়পালের 'বাংলায় হাতেখড়ি'-ইস্যুতে মমতাকে তোপ বিরোধীদের, দেখুন একনজরে জানুয়ারিতে আরও কী বিষয়ে নিশানায় তৃণমূল ?
রাজ্য়পালের 'বাংলায় হাতেখড়ি'-ইস্যুতে মমতাকে তোপ, জানুয়ারিতে আরও কী বিষয়ে নিশানায় তৃণমূল ?
1/10

এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, 'এই ধ্রুব সাহা ব্যাক্তিটি, তার ব্যাকগ্রাউন্ড বিশেষভাবে আমরা জানিতো। এসব কথার কোনও অর্থ হয় না, কারণ প্রমাণ করলে, প্রমাণ করবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, ওনারই গুরু শুভেন্দু অধিকারী, তিনি তো চিঠি লিখে বলেছেন মিড ডে মিল বন্ধ করে দিতে। তিনি আবার মিড মিলের জন্য কুম্ভিরাশ্রু ফেলছেন কেন ? তাঁদের দলের নেতা বলছেন, পশ্চিমবঙ্গের কোনও বাচ্চা যেনও মিড ডে মিল না পায়,.. এটা তো হচ্ছে বিজেপির ঘোষিত নীতি।'
2/10

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য়পালের বাংলায় হাতেখড়ি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। বৃহস্পতিবার রাতেই দিল্লি যান রাজ্য়পাল । কিন্তু, যে জল্পনা সামনে এসেছিল, যে তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করবেন। কিন্তু কারও সঙ্গেই তাঁর সাক্ষাত হয়নি। আর এই ইস্যুর পর, 'গোটাটাই সেটিংয়ের চিত্রনাট্য় নয় তো?' প্রশ্ন সিপিএমের।
Published at : 28 Jan 2023 03:53 PM (IST)
আরও দেখুন






















