এক্সপ্লোর
Bengal Rain: সন্ধের পর স্বস্তির বৃষ্টি কলকাতায়, ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, কী বলছে আবহাওয়া দফতর?
Kolkata Rain Update: মঙ্গলবার ১১ জেলাতে কালবৈশাখীর সতর্কতা। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
![Kolkata Rain Update: মঙ্গলবার ১১ জেলাতে কালবৈশাখীর সতর্কতা। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/5ba6f07b0a6dce016aa9466e0dab4ff51715016023000206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ্টিতে ভিজল শহর কলকাতা
1/9
![সোমবার সন্ধের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নামল স্বস্তির বৃষ্টি। দীর্ঘক্ষণ বইল ঝোড়ো হাওয়াও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/3789d9c539aa3e254fb090fa80f7db39de6fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমবার সন্ধের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নামল স্বস্তির বৃষ্টি। দীর্ঘক্ষণ বইল ঝোড়ো হাওয়াও।
2/9
![বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/a64af89ac99fa4dc61c015cdd5bbd24bfac20.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
3/9
![মঙ্গলবার ১১ জেলাতে কালবৈশাখীর সতর্কতা। কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/8108cc449d6f90d21561e90c88a7c00d851fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার ১১ জেলাতে কালবৈশাখীর সতর্কতা। কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
4/9
![ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/04fa2faa23b133a2cd0b0a4cf8e6d5c46cf7c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে।
5/9
![বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/96d1aced0c49448689d23ea75b99427f6e83d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।
6/9
![সোমবার থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/7b6ab335a4d75e4781c4745f54d8071dc8713.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমবার থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে।
7/9
![উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০/৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/20f89a441e4c9611589b46e1de4b5d8527780.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০/৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
8/9
![এদিকে, জেলায় জেলায় ঝড়বৃষ্টি, পুরুলিয়ায় বজ্রপাতে মৃত ২, নাকাশিপাড়ায় ২ জনের মৃত্যু। বেশ কিছুদিন ধরেই অসহ্য গরমে কাহিল হয়েছিল দক্ষিণবঙ্গের বাসিন্দারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/3092ac63a5169ee77bd3c8fa164e80241f0c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিকে, জেলায় জেলায় ঝড়বৃষ্টি, পুরুলিয়ায় বজ্রপাতে মৃত ২, নাকাশিপাড়ায় ২ জনের মৃত্যু। বেশ কিছুদিন ধরেই অসহ্য গরমে কাহিল হয়েছিল দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
9/9
![সমুদ্রে দমকা ঝড়ো হাওয়া। গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে। ¤ মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/51e5d26a7533a8da79ddb1655f555692e6a64.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সমুদ্রে দমকা ঝড়ো হাওয়া। গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে। ¤ মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Published at : 06 May 2024 10:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)