এক্সপ্লোর
Weather Update : আকাশজুড়ে জমবে মেঘ, বিকেলের পরই ঝমঝমিয়ে ভিজতে পারে মহানগর, আপনার জেলায়ও বৃষ্টি ?
আজই বৃষ্টি শহরে? ( প্রতীকী ছবি নিজস্ব )
1/8

একটানা তাপপ্রবাহের পর অবশেষে আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবাসরীয় বিকেলে অনেক আশার পরও মেলেনি বৃ্ষ্টির স্বস্তি। তবে তাপমাত্রা নেমেছে বেশি কিছুটা।
2/8

কলকাতায় আজ পারদ অনেকটাই নেমেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি
Published at : 06 May 2024 03:32 PM (IST)
আরও দেখুন






















