এক্সপ্লোর
Arvind Kejriwal: ‘৬ মাসের আগেও মিরাকেল হতে পারে! ’মমতাকে পাশে বসিয়ে কীসের ইঙ্গিত কেজরিওয়ালের?
‘৬ মাসের আগেও মিরাকেল হতে পারে! ’মমতাকে পাশে বসিয়ে কীসের ইঙ্গিত কেজরিওয়ালের?
সরগরম রাজনীতি
1/9

নবান্নে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করলেন অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে। অন্যদিকে কেজরিওয়াল বলেন, দিদি বলেছেন, রাজ্যসভায় সমর্থন করবেন। এটা হলে চব্বিশের আগে একটা সেমিফাইনাল হবে। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।
2/9

উপলক্ষ্য, দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে,নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
Published at : 23 May 2023 11:54 PM (IST)
আরও দেখুন






















