এক্সপ্লোর
Mamata Banerjee : ‘বিজেপি কী ভাবে মিথ্যে বলে লোকসভা, বিধানসভায় আসন পেল?’
‘গুজরাতে ভোট আসছে বলে সিএএ করছে বিজেপি’ ‘বাংলায় কোনও অবস্থাতেই সিএএ হবে না’ ‘নাগরিকত্বর নামে বিজেপি মিথ্যে কথা বলছে’
Mamata Banerjee : ‘বিজেপি কী ভাবে মিথ্যে বলে লোকসভা, বিধানসভায় আসন পেল?’
1/10

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এবার রাস মেলার আবহে নদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাছে প্রশ্ন রাখলেন, বিজেপি কীভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচনে সেখান থেকে আসন পেল । সরাসরি মতুয়া সম্প্রদায়কে বোঝালেন, ‘মতুয়াদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। জীবন দিতে প্রস্তুত, কিন্তু নাগরিকত্ব কাড়তে দেব না’
2/10

সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, 'একটা দুটো লোক ভুল করতে পারে, পাঁচটা ছেলের মধ্যে একটা-দুটো ছেলেপুলে ভুল করলে সংশোধন করতে হবে। ' দুর্নীতি ইস্যুতে যখন রাজ্য সরকারের ইমেজ প্রশ্নের মুখে তখন এইভাবে মা-বোনেদের বোঝালেন মমতা।
3/10

প্রশ্ন তুললেন, ‘রানাঘাটের বিজেপি সাংসদ কী মানুষের জন্য কিছু করেছে?’ ... ‘নাগরিকত্বর নামে বিজেপি মিথ্যে কথা বলছে’
4/10

এবার নদিয়ার জমায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পাশে পেলেন পুরনো সৈনিক মুকুলকে। অন্যদিকে মহুয়া মৈত্রকে। সকলকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত ভোটের আগে জন সংযোগ করলেন মুখ্যমন্ত্রী। সরকারের কাজ সম্পর্কে দিলেন বার্তা।
5/10

মতুয়া সম্প্রদায়ের মানুষকে বোঝালেন, ‘বিজেপি নাগরিকত্বের নামে বাইরে থেকে বাংলায় অনুপ্রবেশ ঘটাতে চায়। বাংলায় বসবাসকারী মতুয়ারা নাগরিক। ভোটাধিকার না থাকলে রানাঘাটের সাংসদকে জেতালেন কী করে?’
6/10

BJP র পাশাপাশি একযোগে কংগ্রেস সিপিএমকেও আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘বিজেপির দুই সাগরেদ সিপিএম আর কংগ্রেস। নির্বাচনের সময় ৩ দল এক হয়ে যায়। রাজনীতির সঙ্গে আরও কিছু লেনদেন চলে’
7/10

সেই সঙ্গে চৈতন্যভূমি থেকে মমতার দৃঢ় বার্তা ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখুনি পঞ্চায়েত হচ্ছে না, বকেয়া কাজ শেষ করতে হবে’
8/10

সেই সঙ্গে সকলকে সতর্ক করলেন, শুরু হতে চলেছে ভোটার তালিকার কাজ। ‘বিজেপি অনেক জায়গায় ভোটার লিস্ট থেকে ৩০ শতাংশ নাম বাদ দিয়েছে...ভোটার লিস্টে যাতে সবার নাম ওঠে, সেটা সবাইকে দেখতে হবে’
9/10

সেই সঙ্গে ফের একবার কেন্দ্রের দিকে আর্থিক বঞ্চনার অভিযোগ আনলেন তিনি। ‘দেড় কোটি মানুষ কেন্দ্রের জন্য ১০০ দিনের কাজের টাকা পায়নি...কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ২৮ লক্ষ মানুষকে কাজ দিয়েছে’
10/10

৩দিনের সফরে নদিয়ায় মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভার পর রাস উৎসব দেখতে যাবেন বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী।
Published at : 09 Nov 2022 02:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























