এক্সপ্লোর
Mamata Banerjee : ‘বিজেপি কী ভাবে মিথ্যে বলে লোকসভা, বিধানসভায় আসন পেল?’
‘গুজরাতে ভোট আসছে বলে সিএএ করছে বিজেপি’ ‘বাংলায় কোনও অবস্থাতেই সিএএ হবে না’ ‘নাগরিকত্বর নামে বিজেপি মিথ্যে কথা বলছে’
Mamata Banerjee : ‘বিজেপি কী ভাবে মিথ্যে বলে লোকসভা, বিধানসভায় আসন পেল?’
1/10

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এবার রাস মেলার আবহে নদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাছে প্রশ্ন রাখলেন, বিজেপি কীভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচনে সেখান থেকে আসন পেল । সরাসরি মতুয়া সম্প্রদায়কে বোঝালেন, ‘মতুয়াদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। জীবন দিতে প্রস্তুত, কিন্তু নাগরিকত্ব কাড়তে দেব না’
2/10

সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, 'একটা দুটো লোক ভুল করতে পারে, পাঁচটা ছেলের মধ্যে একটা-দুটো ছেলেপুলে ভুল করলে সংশোধন করতে হবে। ' দুর্নীতি ইস্যুতে যখন রাজ্য সরকারের ইমেজ প্রশ্নের মুখে তখন এইভাবে মা-বোনেদের বোঝালেন মমতা।
Published at : 09 Nov 2022 02:15 PM (IST)
আরও দেখুন






















