এক্সপ্লোর
Nabanna Abhijan: জল কামান, স্টিলের গার্ডরেল, কাঁদানে গ্যাস- নবান্ন অভিযানে পুলিশি তৎপরতায় বাড়ছে উত্তাপ!
Nabanna Abhijan News: রাস্তায় ভোর থেকে মোতায়েন রয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে স্টিলের গার্ডরেল

নবান্ন অভিযানের আগেই পুলিশি তৎপরতা তুঙ্গে
1/9

আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। এদিকে, আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ।
2/9

নবান্ন অভিযানের আগেই পুলিশি তৎপরতা তুঙ্গে। নবান্ন ঢোকার সমস্ত রাস্তায় ব্যারিকেড। এলাকায় টহল হাওড়ার সিপি-র। বাড়ছে উত্তাপ।
3/9

হাওড়া ময়দানে রাস্তা খুঁড়ে ব্যারিকেড পুঁতল পুলিশ। কোথাও কোথাও সিমেন্ট দিয়ে করা হল ঢালাই। ব্যারিকেড ভারী করতে ফেলা হল বালির বস্তা। এলাকার দোকানপাট বন্ধ।
4/9

এজেসি বোস রোড ও দ্বিতীয় হুগলি সেতু সংযোগকারী সমস্ত রাস্তায় ভোর থেকে মোতায়েন রয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে স্টিলের গার্ডরেল।
5/9

সাঁতরাগাছিতে তৈরি পুলিশ। এলাকায় মোতায়েন বজ্র বাহিনী। ব্যারিকেড টপকে কেউ ভিতরে এলে তৈরি জল কামান। রাস্তায় চলছে যানবাহন নিয়ন্ত্রণ।
6/9

নবান্নের আশপাশের সব রাস্তায় সি সি ক্যামেরায় নজরদারি। মিছিল শুরুর আগেই ওড়ানো হল ড্রোন। মিছিল ঠেকাতে তৈরি র্যাফ, কমব্যাট ফোর্স, লাঠিধারী পুলিশ।
7/9

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার ব্লু প্রিন্ট তৈরি করতে সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, হাওড়ার সিপি ও পুলিশ সুপার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠক করেন।
8/9

সূত্রের খবর, হাওড়া ময়দান, ফোরশোর রোড ,মন্দিরতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসছে ব্যারিকেড। লাগানো হচ্ছে অতিরিক্ত সিসি ক্যামেরা। চারজন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও থাকছেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। রাস্তায় নামবেন ২১০০ পুলিশ কর্মী।
9/9

হাওড়া ছাড়াও কলকাতা-সহ অন্যান্য কমিশনারেট থেকেও আনা হচ্ছে ফোর্স। থাকছে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা। খতিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশন, নবান্ন, সাঁতরাগাছির আশপাশের হোটেলগুলির রেজিস্টার।
Published at : 27 Aug 2024 10:50 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
