এক্সপ্লোর
'কী করেছিল মেয়েটা, আমরা কি প্রতিবাদ করতে পারব না?' বলতেই পাকড়ে নিয়ে গেলেন ডিসি ইন্দিরা
Nabanna Abhijan Indira Mukherjee : ছাত্রসমাজের নামে ডাকা হয়েছিল অভিযান। অথচ পথে নামলেন আবালবৃদ্ধবনিতা । সাধারণ মানুষ গলা উঁচিয়ে বলল, আমরা জাস্টিস চাই।
মহাত্মা গান্ধী রোডে প্রতিবাদ মিছিল
1/10

' পুলিশ তারমানে ভয় পেয়েছে, কেন লাঠিচার্জ করছে। আমরা সাধারণ মানুষ, আমরা ছাত্র' গর্জে উঠল তরুণ কণ্ঠ। সকাল থেকেই নবান্ন ঘিরে বজ্র আঁটুনি। অথচ তা ভেঙে এগিয়ে যেতে সময় নিল না সাধারণ মানুষের প্রতিবাদের মিছিল।
2/10

ছাত্রসমাজের নামে ডাকা হয়েছিল অভিযান। অথচ পথে নামলেন আবালবৃদ্ধবনিতা । সাধারণ মানুষ গলা উঁচিয়ে বলল, আমরা জাস্টিস চাই।
Published at : 27 Aug 2024 03:09 PM (IST)
আরও দেখুন






















