এক্সপ্লোর
Partha Chatterjee : অর্পিতার পর এবার দিলীপের মুখে আরেক 'পার্থ ঘনিষ্ঠ'র নাম - মোনালিসা ! কে তিনি?
Monalisa Das Update : মোনালিসা আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ১০টি ফ্ল্যাট রয়েছে তাঁর।

Partha Chatterjee : অর্পিতার পর এবার দিলীপের মুখে আরেক পার্থ ঘনিষ্ঠর নাম - মোনালিসা ! কে তিনি?
1/9

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে মোনালিসা দাসের নাম। কে তিনি ?
2/9

এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । ট্যুইটে তিনি বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ'।
3/9

ফেসবুকে দিলীপ ঘোষ বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ। শুধু ঘনিষ্ঠ মহিলার বাড়িতে কোটি কোটি টাকা গচ্ছিত রাখাই নয়, শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে একাধিক ফ্ল্যাট-সহ বিপুল সম্পত্তি। '
4/9

এরপর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, শান্তিনিকেতনের বাসিন্দা মোনালিসা আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ১০টি ফ্ল্যাট রয়েছে তাঁর।
5/9

একইসঙ্গে মোনালিসার বাংলাদেশি যোগও রয়েছে বলে দাবি দিলীপ ঘোষের।
6/9

এই দাবি কার্যত অস্বীকার করেছেন তিনি। বলেন, ' যা বলা হচ্ছে তা অমূলক। আমি আমার পেশার প্রতি সৎ। '
7/9

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থর হাতে রয়েছে শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় দফতর। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা।
8/9

CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। CBI-এর পাশাপাশি, নিয়োগ দুর্নীতির তদন্তে নামে ED। এর আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে CBI।
9/9

পার্থর নাকতলার বাড়িতে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করে ED। ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে।
Published at : 23 Jul 2022 04:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
