এক্সপ্লোর
Durga Puja 2021 : মহিষাসুরমর্দিনী নন, বড়শুলের 'দে' বাড়িতে পুজিত হরগৌরীর মূর্তি, এ বাড়ির প্রতি ইটে কথা বলে ইতিহাস
Durga Puja 2021 : মহিষাসুরমর্দিনী নন, বড়শুলের 'দে' বাড়িতে পুজিত হরগৌরীর মূর্তি, এ বাড়ির প্রতি ইটে কথা বলে ইতিহাস
1/9

দেবী দুর্গা মহাদেবের বাম ঊরুতে বসে।দেবী এখানে দশভুজা নন। মহিষাসুরও নেই। আড়াইশো বছর ধরে পূর্ব বর্ধমানের বড়শুলের 'দে' বাড়িতে পুজিত হচ্ছেন হরগৌরী।
2/9

কথিত আছে, জমিদার যাদবচন্দ্র দে-র আমলে তেমনই সাধুসন্তরা এসে ঝোলা থেকে বেশ কয়েকটি ছবি বের করেছিলেন। তার পর পরিবারের এক কন্যাশিশুর চোখ বেঁধে একটি ছবি তুলতে বলেছিলেন তাঁরা। সেই কন্যাশিশু হরগৌরীর ছবিটি তুলেছিল। সেই থেকেই হরগৌরীর পুজো শুরু হয় এখানে।
Published at : 06 Oct 2021 01:31 PM (IST)
আরও দেখুন






















