এক্সপ্লোর
দুর্গার রকমারি সাজ-পোশাকের সমাহার! পুজোর মুখে তুঙ্গে ব্যস্ততা, এই গ্রাম যেন এক অন্য শপিং মল
দুর্গার রকমারি সাজ-পোশাকের সমাহার! পুজোর মুখে তুঙ্গে ব্যস্ততা, এই গ্রাম যেন এক অন্য শপিং মল
গ্রামে এখন বেজায় ব্যস্ততা
1/9

এ যেন অন্য শপিংমল এখানে শুধুই বিক্রি হয় দেবী দুর্গা, লক্ষ্মী ,সরস্বতী , কার্তিক ও গণেশের রংবেরঙের শোলার সাজ থেকে গহনা।
2/9

দুর্গাপুজো মানেই নতুন জামা কাপড়, ঝলমলে পোশাক। আর তা কিনতেই শপিংমল গুলোতে এখন উপচে পরা ভিড় বাঙালির। আর যাকে নিয়ে এত উন্মাদনা সেই দেবী দুর্গা আর তার সন্তানেরাই বা কেন বাদ যাবেন ঝলমলে নতুন পোশাক থেকে।
Published at : 12 Sep 2022 02:45 PM (IST)
আরও দেখুন






















