এক্সপ্লোর
RG Kar News: জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ হতেই স্লোগানে আলকাতরার প্রলেপ! বেনজির এক দৃশ্য!
RG Kar Protest:আন্দোলনকারীদের লেখা স্লোগান মুছে দিতে দেওয়া হল আলকাতরার ছোপ
প্রতিবাদের ভাষায় আজ থেকেই পড়ল আলকাতরা
1/7

স্বাস্থ্যভবনের সামনে থেকে ১১ দিনের ধর্না তুলল জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে অনড় থেকেই কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। জেলায় জেলায় জরুরি বিভাগে যোগদান। আর জি কর হাসপাতালেও কাজ শুরু জুনিয়র চিকিৎসকদের।
2/7

অনেকে বলছেন, জুনিয়র ডাক্তাররা যা করেছেন, ইদানীংকালে কোনও বিরোধী রাজনৈতিক দলও তা করে দেখাতে পারেনি। কেউ কেউ আবার বলছেন, রাজনীতির ছোঁয়া এড়িয়েছেন বলেই, যে কোনও রাজনৈতিক দলের থেকে সফল আন্দোলন করে দেখাতে পেরেছেন এই জুনিয়র ডাক্তাররা।
Published at : 21 Sep 2024 10:53 AM (IST)
আরও দেখুন






















