এক্সপ্লোর
East West Metro : আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন শিয়ালদার উদ্বোধন, মুখ দেখা যাবে লাভের ?
আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন শিয়ালদার উদ্বোধন
1/10

আজ, সোমবার উদ্বোধন হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন শিয়ালদার।
2/10

বৃহস্পতিবার থেকে মেট্রো ছুটবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।
3/10

যাত্রী সংখ্যা বাড়ার ভাবনায় সেদিন থেকে মেট্রোর পরিষেবা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4/10

এবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিলবে পরিষেবা। এতদিন পরিষেবা মিলত সকাল ৮টা থেকে রাত ৮টা।
5/10

অফিস টাইমে ১৫ মিনিট ও অন্য সময়ে ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
6/10

এর ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি মেট্রো কর্তৃপক্ষের আশা, মুখ দেখা যাবে লাভের।
7/10

এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত।
8/10

বৃহস্পতিবার থেকে এই মেট্রো দৌড়বে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত।
9/10

মেট্রো রেল সূত্রে খবর, নতুন করে যাত্রাপথ বাড়ছে ২ কিলোমিটারে(২.৩৩কিমি) বেশি।
10/10

সব মিলিয়ে, যাত্রাপথ হয়েছে ৯ কিলোমিটারের(৯.০৩কিমি) একটু বেশি।
Published at : 11 Jul 2022 01:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















