এক্সপ্লোর
TMC Foundation Day: প্রতিষ্ঠা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, সঙ্গে তৃণমূল ভবনের ভিতপুজো
Mamata Banerjee: দলের প্রতিষ্ঠা দিবসে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দৃঢ় করার বার্তা তৃণমূল নেত্রীর।

নিজস্ব চিত্র
1/10

পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দলের জন্মদিনে ২১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা। নিমতলা থেকে শুরু হয়েছে মিছিল। ধামসা-মাদল নিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শোভাযাত্রায় অংশ নিয়েছেন লোকশিল্পীরা। নানা জেলায় প্রতিষ্ঠা দিবস নিয়ে কর্মসূচি নিয়েছে তৃণমূল।
2/10

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠা দিবসে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দৃঢ় করার বার্তা তৃণমূল নেত্রীর। 'দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করাই লক্ষ্য', দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা তৃণমূল নেত্রীর।
3/10

তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে অনুষ্ঠানের আয়োজন। তিলজলার কাছে পঞ্চান্নগ্রামে নতুন তৃণমূল ভবন তৈরি হবে। দলের প্রতিষ্ঠা দিবসে সেখানে ভিতপুজোর আয়োজন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভিতপুজো।
4/10

নিজে হাতে ভিতপুজো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইট বসাতেও দেখা যায় তাঁকে। উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতা।
5/10

এদিন ভিতপুজোর অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট থেকে জাতীয় রাজনীতি, আবাস যোজনা নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি।
6/10

এদিন তিনি বলেন, 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।'
7/10

সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে। সেখানে অমিত শাহ-নরেন্দ্র মোদি বাংলায় সভা করবে বলে শোনা যাচ্ছে। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, '৪০ কেন ৫০০ সভা করুক, কিছু যায় আসে না। এর আগেও তো মিটিং করা হয়েছে।' অভিষেকের তোপ, ভোট এলেই বাংলার কথা মনে পড়ে কারও কারও।
8/10

দুর্নীতির বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির প্রমাণ পেলে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় তৃণমূল, জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, 'জলপাইগুড়ির সভা থেকে আমি বলে এসেছিলাম আগামী ছয় মাসে আপনি নতুন তৃণমূল দেখবেন। এটাই নতুন তৃণমূল।'
9/10

আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন্দ্র এতদিন টাকা বন্ধ করে রেখে, হঠাৎ টাকা ছেড়েছে, তাও মাত্র ১১ লক্ষ বাড়ির জন্য। যেখানে ৫০ লক্ষ বাড়ি রয়েছে। একটু দেখে নিন যে তালিকা হয়েছে তা হয়েছে ২০১৮ সালে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুর।'
10/10

তাঁর বক্তব্যে উঠে এসেছে চাকরিপ্রার্থীদের প্রসঙ্গও। অভিষেক বলেন, 'এক দফায় মিটিং করেছি চাকরিপ্রার্থীদের সঙ্গে। সবটাই একটা আইনি জটিলতার মধ্যে রয়েছে। সেই কারণেই করা যাচ্ছে না। এসএসসি চেয়ারম্যান থেকে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলীয় তরফে আমার সামর্থ, এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার করেছি। আমি অনুরোধ করব যাঁরা রাস্তায় বসে আছে তাঁরা যেন সুবিচার পায়।' সব ছবি: PTI এবং AITC-এর ফেসবুক পেজ
Published at : 01 Jan 2023 06:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
