এক্সপ্লোর
Mahua Moitra: শাঁখাপলা, সিঁদুরে সাজলেন মহুয়া মৈত্র, স্বামী পিনাকী পরলেন ধুতি-পাঞ্জাবি, জমজমাট তৃণমূল সাংসদের বিয়ের প্রীতিভোজ
Mahua Moitra Wedding Reception: মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রের বিয়ের রিসেপশনে হাজির বিরোধী শিবিরের সাংসদরা।
-নিজস্ব চিত্র।
1/10

দেশের বাইরে নীরবে, নিভৃতে বিয়ে সেরেছিলেন বটে। কিন্তু বিয়ের ভোজ থেকে সতীর্থদের বঞ্চিত করলেন না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও তাঁর স্বামী, বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র।
2/10

মঙ্গলবার দিল্লির হোটেল ললিতে রিসেপশন ছিল তাঁদের। সেখানে বিভিন্ন দলের নেতানেত্রীদের একছাদের নীচে দেখা গেল। বিরোধী শিবির I.N.D.I.A জোটের ছোট-বড় প্রায় সব নেতা-সাংসদই হাজির হন।
3/10

গত ৩০ মে জার্মানিতে চারহাত এক হয় মহুয়া এবং পিনাকীর। বিয়ের অনুষ্ঠান থেকে তাঁদের একান্ত কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। দু’জনই এই দ্বিতীয়বার ঘর বাঁধলেন।
4/10

সংসদে জ্বালাময়ী ভাষণের জন্যই পরিচিত মহুয়া। তাঁকে ঘিরে বিতর্কও কম নয়। সেই মহুয়ার বিয়ের খবরও খুব বেশি জন জানতেন না। এমনকি তৃণমূলেরও অনেকে জানতেন না বলে জানা যায়।
5/10

তবে গতকাল মহুয়ার রিসেপশনে সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেবদের দেখা যায়। একসঙ্গে বর-বধূর সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
6/10

শারীরিক অসুস্থতার জেরে জনসমক্ষে ইদানীং সেভাবে দেখা না গেলেও, মহুয়া ও পিনাকীর আনন্দানুষ্ঠানে অংশ নেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীও। তাঁর সঙ্গে ছবি তোলেন মহুয়া ও পিনাকী।
7/10

বিয়েতে গোলাপি রংয়ের শাড়ি পরলেও, দিল্লির রিসেপশনে মহুয়ার সেজেছিলেন লাল শাড়িতে। এমনিতে গয়নাগাটি না পরলেও, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, গলায় নেকলেস, কপালে টিকলি, কিছুই বাদ দেননি মহুয়া। পিনাকী পরেছিলেন সাদার উপর লালের নকশা করা ধুতি-পাঞ্জাবি।
8/10

মহুয়া ও পিনাকীকে নতুন জীবনের শুভেচ্ছে জানিয়েছেন সকলে। রচনা লেখেন, ‘আগামী বছরগুলির জন্য শুভেচ্ছা রইল। সুখী হও’। সায়নীও নবদম্পতির জন্য হাসিখুশি জীবন কামনা করেছেন।
9/10

সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পলও মহুয়া ও পিনাকীকে শুভেচ্ছা জানাতে রিসেপশনে পৌঁছন। তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাউকে রিসেপশনে দেখা যায়নি।
10/10

এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশন চলছে। সম্প্রতি সেখানে নেতৃত্বে রদবদল ঘটিয়েছে তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চিফ হুইপ করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। কল্যাণ ও মহুয়ার সংঘাতও আর গোপন নেই।
Published at : 06 Aug 2025 12:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























