এক্সপ্লোর
WB Flood Situation: নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে ৪ জেলার একাংশ, DVC-র ছাড়া জলে প্লাবন-আশঙ্কা
Flood Situation Update: নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, বীরভূম, হুগলির একাংশ, ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা।
নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে ৪ জেলার একাংশ, DVC-র ছাড়া জলে প্লাবন-আশঙ্কা
1/10

নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, বীরভূম, হুগলির একাংশ, ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা। জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ নবান্নের
2/10

বন্যায় ভেসে গিয়ে গাছে আশ্রয়। সাত ঘন্টার পরে গাছ থেকে উদ্ধার করল পুলিশ ।সোমবার বিকালে লাভপুর থানার মহোদরী গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা ব্রিজের কাছে কুঁয়ে নদীতে একজন ভেসে যাচ্ছে বলে লাভপুর থানার পুলিশ খবর পায়। পরে ড্রোন নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
3/10

ড্রোনের মাধ্যমে দেখা যায় চারজন লোক বন্যার জলে ভেসে গিয়ে একটি গাছে আশ্রয় নিয়েছে। তিন ঘন্টা চেষ্টা করার পরে, চারজনকে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য লাবপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
4/10

গতকাল সকাল ১১ টার পর থেকে আড়াই লক্ষ কিউসেক হারে জল ছাড়া শুরু করে ডিভিসি । এর মধ্যে মাইথন থেকে ১ লক্ষ ৮০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।
5/10

একদিকে বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিকদের ফোনে সারারাত জাগার নির্দেশ সেচ মন্ত্রীর।অন্যদিকে সেচ দফতরের গাফিলতির অভিযোগ তুলে সরব হতে দেখা গেল তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভার চেয়ারম্যানকে।
6/10

এই বিপর্যয়ের সময় সেচ দফতরের কর্মীদের এলাকায় দেখা না পাওয়ার অভিযোগ তোলেন পুর পিতা।আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর অভিযোগ, আরামবাগের দ্বারকেশ্বর নদের বিভিন্ন এলাকায় স্ল্যুইস গেটে অবস্থা খুবই খারাপ।
7/10

সেই গেট দিয়ে জল ঢুকছে বিভিন্ন এলাকায়।কিন্তু সেচ দফতরের পক্ষ থেকে কোথাও দেখা নেই বলে অভিযোগ।সূত্রের খবর, এই অভিযোগ পেয়ে মন্ত্রী আরামবাগের প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের একাংশকে ধমক দেন।
8/10

যদিও ক্যামেরার সামনে সেচ মন্ত্রী মানস ভুঁইয়া , এই প্রসঙ্গে বলেন, চেয়ারম্যান যা দেখেছেন তাই বলেছেন। তাই বলে কাজ করছে না এমনটা নই। চেয়ারম্যান যেটা বলেছে সেই কাজটাও করতে হবে। পাশাপাশি এদিন তিনি ডিভিসির জল ছাড়া নিয়েও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেন।
9/10

প্রতিবছরের মতো চলতি বছরেরও ভারী বর্ষণে প্লাবিত হয় রাজ্যের একাধিক জেলা। এদিকে এহেন পরিস্থিতির মাঝেই জল ছাড়ে ডিভিসি।
10/10

এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে ম্যান মেড বন্যার অভিযোগ এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে গতকয়েক দিন ধরে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলার জেরে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা।
Published at : 18 Sep 2024 08:11 AM (IST)
View More
Advertisement
Advertisement























