এক্সপ্লোর
WB Municipal Elections: বুথের মধ্যে হাঙ্গামা, বহিরাগত প্রবেশ, পুরভোটে দিনভর উত্তপ্ত রইল উত্তরবঙ্গও

দিনভর অশান্তি।
1/13

বকেয়া পুরভোটে এ বারেও এড়ানো গেল না হিংসা এবং অশান্তি। রবিবার সকাল থেকে দফায় দফায় ঝামেলার খবর উঠে এসেছে রাজ্যের সব প্রান্ত থেকে। বাদ যায়নি উত্তরের পুরসভা কেন্দ্রেগুলিও।
2/13

ময়নাগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পেটকাঠি প্রাথমিক বিদ্যালয়ের বুথ জ্যাম করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় পুলিশের দেখা মেলেনি।
3/13

ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ বিদ্যামন্দির বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যামেরায় ধরা পড়ে কেউ ভোট দিতে এলেই তাঁর পাশে দাঁড়িয়ে পড়ছেন এক ব্যক্তি। ছবি তুলতেই বুথ ছেড়ে চম্পট।
4/13

ভোটকেন্দ্রেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করার অভিযোগ। জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি হাইস্কুলের বুথ থেকে কংগ্রেস প্রার্থী নারায়ণচন্দ্র সরকারকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ।
5/13

বিরোধীদের পাল্টা অভিযোগ, বুথের বাইরে বহিরাগতদের ভিড়। ওই এলাকাতেই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতা ধরম পাসোয়ান। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
6/13

কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে হিন্দি হাইস্কুলের বুথের সামনে বহিরাগতদের জড়ো করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।কোচবিহার ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা আজিজুল হক বুথেও ঢোকেন বলে বিজেপির অভিযোগ। যদিও ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, তৃণমূল নেতা বাজার করতে এসে ভোট দেখতে এসেছেন।
7/13

তুফানগঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তুফানগঞ্জ পুরসভার ৪ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে যেতে বাধা, রাস্তাতেই তাঁর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
8/13

কোচবিহারের ১১ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর গার্লস স্কুলে কংগ্রেস প্রার্থী রানা ইশোরের এজেন্টের কার্ড ছিনিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে ওই ওয়ার্ডের ভোটার ও ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুভজিৎ কুণ্ডুর মধ্যস্থতায় কংগ্রেস প্রার্থীর এজেন্টের কার্ড ফেরানো হয়। বুথে ঢুকতে পারেন কংগ্রেসের এজেন্ট।
9/13

জলপাইগুড়িতে বহিরাগত ঢুকিয়ে ভোট করানোর অভিযোগ।
10/13

কোচবিহারের ১৬ নম্বর ওয়ার্ডে বহিরাগত এনে ভোট করানোর অভিযোগ। বিরোধীদের বিক্ষোভে তাঁদের সরানো হল।
11/13

কোচবিহারের ১৬ নম্বর ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গলায় মালা করে পরে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী।
12/13

কোচবিহারে কংগ্রেসের বুথ এজেন্টের কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ভোটের নামে সন্ত্রাস চলছে বলে মন্তব্য অধীর চৌধুরীর।
13/13

তুফানগঞ্জে বিজেপি-র মালতী রাভার গাড়ি আটকানো হয় বলে অভিযোগ।
Published at : 27 Feb 2022 01:58 PM (IST)
Tags :
TMC BJP Congress CPI(M) Politics CPI(M) Municipal Election 2022 WB Municipal Elections WB Municipal Election 2022 WB Municipal Poll 2022 পুরভোট Contai Municipal Elections Kharagpur Municipal Elections Diamond Harbour Municipal Elections Baharampur Municipal Elections Bolpur Municipal Elections Bhatpara Municipal Elections CPI(M)আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
