এক্সপ্লোর
Rain Forecast Kolkata: ফের ঘনিয়ে আসছে নিম্নচাপ, সপ্তাহান্তে ভিজবে কলকাতা, ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
Weather Update: সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
ভিজবে কলকাতা, ফের ঘনিয়ে আসছে নিম্নচাপ
1/10

আজ সকাল থেকেই কলকাতার আবহাওয়ার বদল এসেছে। গত কয়েকদিন বেশ গরম ছিল কলকাতায়, কিন্তু আজ ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। দুপুরের দিকে রোদ উঠলেও, ততটা গরম নেই। ফের তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। আগামী কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নেওয়া যাক ওয়েদার আপডেট।
2/10

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা।
Published at : 24 Jul 2025 02:31 PM (IST)
আরও দেখুন






















