এক্সপ্লোর
West Bengal Cyclone : দিন গোনা শুরু, ১৬ থেকে ২২ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনিক স্টর্ম? বাংলায় তীব্র ধাক্কা?
আবহাওয়াবিদরা বলেন, ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন, তা এই সময়ে তৈরি হয়। জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া ঝড় সৃষ্টির পিছনে অন্যতম অনুঘটকের কাজ করে।
১৬ থেকে ২২ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনিক স্টর্ম?
1/8

২০০৯ সালের ২৫ মে। সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা। তারপর একটার পর একটা ঘূর্ণিঝড়। নিয়ম করে, ক্যালেন্ডার মেনে, মে মাসেই এসে ধাক্কা দেয়, বাংলা বা ওড়িশাকে।
2/8

আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Published at : 13 May 2025 10:10 AM (IST)
আরও দেখুন






















