এক্সপ্লোর
West Bengal Republic Day 2022 : রেড রোডে প্রজাতন্ত্র দিবস উদ্যাপন, দেখুন ছবিতে
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/aaa86f581941330211d1ba3c89c82a13_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মমতা বন্দ্যোপাধ্যায়
1/8
![কলকাতাতেও পালিত হল প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/e614b2815105686f8c563ec43302e26bf4ab7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলকাতাতেও পালিত হল প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে।
2/8
![মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সৌজন্য বিনিময় হয়। কিন্তু আগাগোড়া মুখ্যমন্ত্রী বজায় রাখলেন কাঠিন্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/7eb582ab3a7080af1099d9eb6c3820e056eca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সৌজন্য বিনিময় হয়। কিন্তু আগাগোড়া মুখ্যমন্ত্রী বজায় রাখলেন কাঠিন্য।
3/8
![রাজ্যপাল তাঁর কাছে না আসা পর্যন্ত চেয়ার ছেড়ে ওঠেননি মুখ্যমন্ত্রী। বিদায় পর্বেও দেখা গেল একই ছবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/465807517b9c9e3d00408bca27e42dd90aa13.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজ্যপাল তাঁর কাছে না আসা পর্যন্ত চেয়ার ছেড়ে ওঠেননি মুখ্যমন্ত্রী। বিদায় পর্বেও দেখা গেল একই ছবি।
4/8
![প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলুন সকলে মিলে দেশের সংবিধানের মৌলিক কাঠামো বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষা করার শপথ নিই। সংবিধানে উল্লিখিত ন্যায়বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সৌভ্রাতৃত্ব রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার চেষ্টা করি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/d8ca3e062c8cb7f8d43452453a6c9c7c9e5f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলুন সকলে মিলে দেশের সংবিধানের মৌলিক কাঠামো বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষা করার শপথ নিই। সংবিধানে উল্লিখিত ন্যায়বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সৌভ্রাতৃত্ব রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার চেষ্টা করি।
5/8
![ফেসবুকে তিনি লেখেন, যাঁরা দেশের গণতন্ত্র রক্ষায় নিরন্তর পরিশ্রম করে চলেছেন তাঁদের ও সর্বোপরি সকল দেশবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/0e75e64f3616906e71803578d5eec5397789f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফেসবুকে তিনি লেখেন, যাঁরা দেশের গণতন্ত্র রক্ষায় নিরন্তর পরিশ্রম করে চলেছেন তাঁদের ও সর্বোপরি সকল দেশবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
6/8
![অনুষ্ঠানে প্রথমবার আমন্ত্রণ নয় বিরোধী দলনেতাকে। করোনাকালে বাদ বেশকিছু মন্ত্রীও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/22136ae9e901b89cf5e9dc4018adb08b5632e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনুষ্ঠানে প্রথমবার আমন্ত্রণ নয় বিরোধী দলনেতাকে। করোনাকালে বাদ বেশকিছু মন্ত্রীও।
7/8
![মুখ্যমন্ত্রী লেখেন, যে আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল আমাদের স্বপ্নের দেশ, সেই আদর্শ রক্ষায় আমাদের অবিচল থাকতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/7f56b51ae12b0abe7b65fd7cc70209c42057d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুখ্যমন্ত্রী লেখেন, যে আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল আমাদের স্বপ্নের দেশ, সেই আদর্শ রক্ষায় আমাদের অবিচল থাকতে হবে।
8/8
![সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে দিল্লির রাজপথে দেখা যায় কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোর থিম নেতাজি। দিল্লিতে বাদ পড়লেও প্রজাতন্ত্র দিবসে রেড রোডে হল বাংলার নেতাজি ট্যাবলোর প্রদর্শনী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/9290372fa840befd7fcc89e5372b355e043d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে দিল্লির রাজপথে দেখা যায় কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোর থিম নেতাজি। দিল্লিতে বাদ পড়লেও প্রজাতন্ত্র দিবসে রেড রোডে হল বাংলার নেতাজি ট্যাবলোর প্রদর্শনী।
Published at : 26 Jan 2022 02:17 PM (IST)
Tags :
Suvendu Adhikari Mamata Banerjee Republic Day REPUBLIC DAY PARADE Republic Day India Republic Day Parade Photos Happy Republic Day Republic Day Chief Guest Republic Day Guest Republic Day In India Republic Day Of India Republic Day Update Speech Republic Day Jagdeep Dhankhar Mamata Banerjee Republic Day 2022 2022 Republic Day January 26 Republic Day Indian Republic Day Republic Day 2022 Photos 73rd Republic Day Republic Day 2022 Liveআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
বিজ্ঞান
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)