এক্সপ্লোর
Weather Update: ছুটির সকালে মেঘমুক্ত আকাশ ? আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ?
West Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? দেখুন একনজরে
![West Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? দেখুন একনজরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/802594788e4ec47bdaaa45dee9da3c3a1729964676761484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামীকাল কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
1/10
![আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্থি কমবেশি ছিলই। এদিন কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ১০০ ছুঁইছুঁই !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/d36fd8fa47e2ad6c6d69b99bccabb69283c39.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্থি কমবেশি ছিলই। এদিন কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ১০০ ছুঁইছুঁই !
2/10
![তবে আগামীকাল থেকে দুর্যোগমুক্ত আকাশ দেখতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড় পাশ কাটিয়ে গেলে, গত কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ অবস্থা একাধিক জেলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/ce156746d1928e022c3794f4fa0e43be8463f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে আগামীকাল থেকে দুর্যোগমুক্ত আকাশ দেখতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড় পাশ কাটিয়ে গেলে, গত কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ অবস্থা একাধিক জেলায়।
3/10
![আবার যদি বৃষ্টি নামে, তাহলে কী হবে ? এই আশঙ্কায় রয়েছে উপকূলবর্তী এলাকার মানুষরা। তবে সেই আশঙ্কা উড়িয়ে সুখবরই দিল হাওয়া অফিস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/00d0f3c4c1839f5a0a12f09a8a40f7cac74f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবার যদি বৃষ্টি নামে, তাহলে কী হবে ? এই আশঙ্কায় রয়েছে উপকূলবর্তী এলাকার মানুষরা। তবে সেই আশঙ্কা উড়িয়ে সুখবরই দিল হাওয়া অফিস।
4/10
![আইএমডি এর অফিসিয়াল সাইটে, আর নেই লাল-কমলা-হলুদ সতর্কতা। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া , চলুন জেনে নেওয়া যাক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/d10f56ce6bdd7281d25cbe8f9a4b52ec1704e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইএমডি এর অফিসিয়াল সাইটে, আর নেই লাল-কমলা-হলুদ সতর্কতা। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া , চলুন জেনে নেওয়া যাক।
5/10
![ঘূর্ণিঝড় ‘দানা’ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। উত্তর ওড়িশা থেকে এগোচ্ছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের দিকে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে বাংলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/697e22e48dfee012acf69263100106058f7ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘূর্ণিঝড় ‘দানা’ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। উত্তর ওড়িশা থেকে এগোচ্ছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের দিকে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে বাংলায়।
6/10
![সকালে সূর্যের দেখা মিলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও, আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা ছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/d36fd8fa47e2ad6c6d69b99bccabb692bc476.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সকালে সূর্যের দেখা মিলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও, আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা ছিল।
7/10
![কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে আবহাওয়া বদল। তবে আগামীকাল থেকে হাওয়া বদল হলেও, এই সুখ দীর্ঘস্থায়ী হবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/ce156746d1928e022c3794f4fa0e43be65386.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে আবহাওয়া বদল। তবে আগামীকাল থেকে হাওয়া বদল হলেও, এই সুখ দীর্ঘস্থায়ী হবে না।
8/10
![কারণ কালীপুজোর ঠিক আগের দিন থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ অক্টোবর, ৩১ অক্টোবর ফের ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/00d0f3c4c1839f5a0a12f09a8a40f7ca4ef72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কারণ কালীপুজোর ঠিক আগের দিন থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ অক্টোবর, ৩১ অক্টোবর ফের ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।
9/10
![তবে কালীপুজোর আগে খুব একটা তাপমাত্রার বড় বদল হবে না। আগামীকালও কলকাতায় ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/d10f56ce6bdd7281d25cbe8f9a4b52ec818ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে কালীপুজোর আগে খুব একটা তাপমাত্রার বড় বদল হবে না। আগামীকালও কলকাতায় ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
10/10
![পাশাপাশি আর্দ্রতাটা ফের উপরের দিকে উঠেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর উপরে আছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য নীচে নামে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৮৬ শতাংশে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/26/697e22e48dfee012acf69263100106057613b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাশাপাশি আর্দ্রতাটা ফের উপরের দিকে উঠেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর উপরে আছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য নীচে নামে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৮৬ শতাংশে।
Published at : 26 Oct 2024 11:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)