এক্সপ্লোর
Weather Update : জুনে ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে, পুষিয়ে দেবে জুলাই? বড় আপডেট আবহাওয়া দফতরের
July Rain Forecast : বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পাঁচ জেলায়।
![July Rain Forecast : বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পাঁচ জেলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/88c52284c924514428fc20ea1ddbdafa171937956527453_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জুনে ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে
1/8
![জুন মাস শেষ হতে চলল। বৃষ্টির দেখা মিলছে সবে ইতিউতি। সব মিলিয়ে এ বছর বৃষ্টির প্রচুর ঘাটতি দক্ষিণবঙ্গে। অথচ উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি চলছে। ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে । অন্যদিকে ৬৪ শতাংশ বৃষ্টি অতিরিক্ত হয়েছে উত্তরবঙ্গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/ef4ddfd9b1d1a6853a38e8a7239050540d697.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জুন মাস শেষ হতে চলল। বৃষ্টির দেখা মিলছে সবে ইতিউতি। সব মিলিয়ে এ বছর বৃষ্টির প্রচুর ঘাটতি দক্ষিণবঙ্গে। অথচ উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি চলছে। ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে । অন্যদিকে ৬৪ শতাংশ বৃষ্টি অতিরিক্ত হয়েছে উত্তরবঙ্গে।
2/8
![বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পাঁচ জেলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/d11a149ee6cf73309ff5303dbb09ecd37ee75.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পাঁচ জেলায়।
3/8
![পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত, যা মধ্যপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে ঝাড়খণ্ড পর্যন্ত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ের উপর দিয়ে রয়েছে। তৃতীয় অক্ষরেখাটি মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত বিস্তৃত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/82af67b82de2917ea51c20de64e583804aa3b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত, যা মধ্যপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে ঝাড়খণ্ড পর্যন্ত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ের উপর দিয়ে রয়েছে। তৃতীয় অক্ষরেখাটি মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত বিস্তৃত।
4/8
![আজ, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে সপ্তাহ শেষ পর্যন্ত, আবহাওয়ার আপডেট অন্তত এমনটাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/f27182c2419f6d5877b90c4d2dc2e4d9f4df9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে সপ্তাহ শেষ পর্যন্ত, আবহাওয়ার আপডেট অন্তত এমনটাই।
5/8
![শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে । আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বেশি বৃষ্টির সম্ভাবনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/5350df096b18ac932b09c7783a2768ae0b22e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে । আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বেশি বৃষ্টির সম্ভাবনা।
6/8
![আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই দুই পার্বত্য জেলাতে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিংপং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়ি তে ভারী বৃষ্টি চলবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/3f2adc0d6cf23e4a430fb37e0e07f719cb7e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই দুই পার্বত্য জেলাতে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিংপং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়ি তে ভারী বৃষ্টি চলবে।
7/8
![আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে ফের নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। শস্য ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/10e940e0a452e1785399cc5e1d09d80316d4c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে ফের নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। শস্য ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে।
8/8
![বর্ষা নাকি শুধুই আসছে। কবে আসবে সাধারণ মানুষ তা জানে না! গরম কমছে না! কষ্টও কমছে না!এখন কবে আসবে বর্ষা, অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/701057bb834cdad3e4f9f4933246c791c397c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্ষা নাকি শুধুই আসছে। কবে আসবে সাধারণ মানুষ তা জানে না! গরম কমছে না! কষ্টও কমছে না!এখন কবে আসবে বর্ষা, অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী।
Published at : 26 Jun 2024 10:56 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)