এক্সপ্লোর
NEET MDS 2024:সামনেই NEET MDS 2024- পরীক্ষা, কী ভাবে সংগ্রহ করবেন অ্যাডমিট কার্ড?
Admit Card Download:আজ, শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, বের হতে চলেছে NEET MDS 2024-র অ্যাডমিট কার্ড। কী ভাবে সংগ্রহ করবেন এটি?

সামনেই NEET MDS 2024- পরীক্ষা, কী ভাবে সংগ্রহ করবেন অ্যাডমিট কার্ড? (প্রতীকী ছবি)
1/8

আজ, শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, বের হতে চলেছে NEET MDS 2024-র অ্যাডমিট কার্ড। 'ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস'-র সরকারি ওয়েবসাইট, nbe.edu.in থেকে পরীক্ষার্থীরা তাঁদের হল টিকিট সংগ্রহ করতে পারবেন। (ছবি:PIXABAY)
2/8

তবে এই হল টিকিট পাওয়ার জন্য পরীক্ষার্থীদের নিজেদের সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। কী কী তথ্য? নাম, রেজিস্ট্রেশন আইডি, ইত্যাদি এগুলিই চাওয়া হবে। ঠিকঠাক ভাবে এই তথ্য সাইটে দিতে পারলেই মিলবে হল টিকিট।
3/8

'দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট--মাস্টার অফ ডেন্টাল সার্জারি' বা সংক্ষেপে NEET MDS 2024 পরীক্ষাটি আগামী ১৮ মার্চ হওয়ার কথা। কম্পিউটার-বেসড এগজামিনেশন হবে এটি। (ছবি: NBE ওয়েবসাইট)
4/8

দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে এই পরীক্ষা দেওয়া যাবে। NEET MDS পরীক্ষাটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ বা পার্ট এ-তে ১০০টি প্রশ্ন থাকে।
5/8

দ্বিতীয় ভাগ বা পার্ট বি-তে থাকে ১৪০টি প্রশ্ন। পড়ুয়ারা যে ধরনের ডেন্টাল বা এমডিএস প্রোগ্রামেই লেখাপড়া করতে ইচ্ছুক হোন না কেন, এই পরীক্ষায় তাঁদের বসতে হবেই। এটি তাঁদের মান নির্ধারক পরীক্ষা।
6/8

এর মাধ্যমে পড়ুয়াদের rank-ও নির্ধারণ করা হয়। NEET MDS 2024-র ফলাফল জানা যাবে আগামী ১৮ এপ্রিল। তার আগে, আজ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হওয়ার কথা। কী ভাবে সেটি ডাউনলোড করবেন, একবার জেনে নেওয়া যাক? (ছবি:PIXABAY)
7/8

প্রথমে natboard.edu.in, এই সাইটটিতে যেতে হবে। তার পর সেখান থেকে NEET MDS 2024-র লিঙ্ক সিলেক্ট করতে হবে। 'লগ ইন ফিল্ড' যে তথ্যগুলি চাইবে, এর পর সেগুলি দিতে হবে। (ছবি: NBE ওয়েবসাইট)
8/8

তার পর তথ্যগুলি ভাল করে খতিয়ে দেখে অ্যাডমিট কার্ড ডাউনলোর্ড করে নিতে হবে। NEET MDS 2024-র অ্যাডমিট কার্ডের একটি প্রতিলিপি ভবিষ্যতের জন্য 'সেভ' করে নিলেই পরীক্ষার এই পর্বের কাজ শেষ।
Published at : 15 Mar 2024 10:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
