এক্সপ্লোর
Khan Sir: 'আমৃত্যু ছাত্রদের অধিকার, শিক্ষা সংস্কারের জন্য লড়ব !' ছাত্র-শিক্ষক সম্পর্কের আদর্শ দৃষ্টান্ত তুলে ধরলেন খান স্যার
Ideas of India 2025 : ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়েও আশার আলো জোগান খান স্যার। তার মতে ছাত্রদের অধিকার খর্ব হলে তিনি সরব হবেন।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত জানালেন খান স্যার
1/10

ছাত্র-ছাত্রীদের অধিকারের জন্য বরাবর লড়াই করতে এবং প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার আইডিয়াজ অফ ইন্ডিয়ায় (Ideas of India 2025) এসে এনটিএ-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খান স্যার।
2/10

খান স্যার স্পষ্ট বলেন, 'দেশের সরকার চাইছে সমস্ত কিছুই বিকেন্দ্রীভূত হোক। দেশের পরিচালন ব্যবস্থা বিকেন্দ্রীভূত হোক, কিন্তু এত বড় একটা পরীক্ষার পরিচালন ব্যবস্থাকে কেন্দ্রীভূত করে রেখে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এনটিএ।
3/10

ছাত্র-ছাত্রীরা শিক্ষককে পিতা-মাতার মত মনে করে, তাদের ভরসা করে। শিক্ষক এবং ছাত্র-ছাত্রীর সম্পর্ক আসলে অভিভাবকদের মত। আমাদের কাছে তারা সমর্পিত।
4/10

নাহলে তো শুধু বেতন নিয়ে ছেড়ে দেওয়া হলে তা ব্যবসা হবে। ফলে যখন পরীক্ষা নিয়ে কোনো দুর্নীতি হয়, প্রশ্ন ফাঁস হয় তখন ছাত্র-ছাত্রীরা আমাদের কাছেই আসে ভরসা করে, আমরা কী করতে পারি ?
5/10

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়েও আশার আলো জোগান খান স্যার। তার মতে ছাত্রদের অধিকার খর্ব হলে তিনি সরব হবেন।
6/10

আমৃত্যু তিনি ছাত্রদের অধিকারের জন্য লড়বেন এবং এই শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য লড়ে যাবেন বলেই জানান তিনি।
7/10

দেশে শিক্ষকদের সংখ্যা তুলনায় কম এবং সমস্যার বিষয় অনেকেই নিজের যোগ্যতার থেকে নেমে ছাত্রদের সঙ্গে সংযোগস্থাপনে ব্যর্থ হন, বলেন খান স্যার।
8/10

খান স্যারের মতে, এত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের বিচ্যুত না করতে হলে শিক্ষকদের তাদের মত করে বোঝানো জরুরি।
9/10

আইডিয়াজ অফ ইন্ডিয়াতে খান স্যারকে জিজ্ঞাসা করা হয়, এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী নিট দেন, এত বড় একটা সিস্টেম, তাতে কোনো একটি ক্ষেত্রে দুর্নীতি হলে পুরো সিস্টেমের উপরেই তার প্রভাব পড়ে, ফলে এই পরিস্থিতিতেই কি প্রশ্ন ফাঁসের সম্ভাবনা বেশি রয়েছে ?
10/10

খান স্যার স্পষ্ট বলেন, 'দেশের সরকার চাইছে সমস্ত কিছুই বিকেন্দ্রীভূত হোক। দেশের পরিচালন ব্যবস্থা বিকেন্দ্রীভূত হোক, কিন্তু এত বড় একটা পরীক্ষার পরিচালন ব্যবস্থাকে কেন্দ্রীভূত করে রেখে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এনটিএ।
Published at : 22 Feb 2025 05:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
