এক্সপ্লোর
IPS Success Story: ১৬টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ, শুধু দেশসেবার লক্ষ্যেই আজ IPS তৃপ্তি
IPS Tripti Bhatt: ১৬টি সরকারি চাকরির প্রস্তাব ছেড়েও সফল IPS তৃপ্তি ভট্ট। দেশসেবাকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন তৃপ্তি। কীভাবে UPSC পাশ করলেন প্রথম প্রয়াসেই।

ছবি সৌজন্য- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
1/10

সরকারি চাকরি পাওয়া যেমন কষ্টের, তেমনি কেউ যদি সরকারি চাকরি পেয়েও হেলায় তা ছেড়ে দেয় ? চাকরি ছেড়ে সিভিল সার্ভিসে আসার এমন উদাহরণ তৈরি করেছেন তৃপ্তি। তৃপ্তি ভট্ট। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
2/10

একটা দুটো নয়, ১৬টি সরকারি চাকরির প্রস্তাব এসেছিল। কিন্তু তাও নাকচ করে দেশসেবার লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
3/10

শিক্ষকদের পরিমণ্ডলে বড় হয়েছেন তৃপ্তি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়ে। এরপর পন্থনগর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন তিনি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
4/10

ইঞ্জিনিয়ারিং পাশ করে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করতে শুরু করেন তৃপ্তি ভট্ট। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
5/10

কিন্তু এই চাকরিও বেশিদিন করেননি তৃপ্তি। ১৬টা সরকারি সংস্থা থেকে এসেছে চাকরির প্রস্তাব। কোথাও কাজ করেননি তিনি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
6/10

সরকারি চাকরির প্রস্তাব নাকচ করে সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। নবম শ্রেণিতে পড়ার সময় তাঁর স্কুলে এসেছিলেন এপিজে আবদুল কালাম। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
7/10

একটি হাতে লেখা চিঠিতে কালাম তৃপ্তিকে লিখেছিলেন যাতে তিনি নিজেকে দেশসেবার কাজে নিয়োজিত করেন। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
8/10

আর সেই দেশসেবার লক্ষ্যেই সমস্ত চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। ২০১৩ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসেন তৃপ্তি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
9/10

প্রথম পরীক্ষাতেই বাজিমাত। ইউপিএসসি পাশ করে আইপিএস অফিসার হন তৃপ্তি ভট্ট। দেরাদুনের পুলিশ সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করেছেন তৃপ্তি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
10/10

তৃপ্তি বুঝিয়েছেন সামাজিক সম্মান বা আর্থিক সাফল্যের থেকেও দেশসেবার লক্ষ্য অনেক বড়। আর সেই লক্ষ্যে স্থির থাকলে সাফল্য আসবেই। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
Published at : 12 Apr 2024 03:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
