এক্সপ্লোর
JEE Main 2024 Session 1: বাড়ল সময়সীমা, JEE Main 2024 সেশন ওয়ানের জন্য আবেদন করতে পারবেন কারা?
JEE Main 2024: JEE Main 2024 সেশন ওয়ানের জন্য সেশন ওয়ানের জন্য আবেদনের সময়সীমা বাড়ল। কীভাবে আবেদন করবেন পড়ুয়ারা?

ফাইল ছবি
1/10

জয়েন্ট এন্ট্রান্স মেন (সেশন – ওয়ান) –এর আবেদনের সময়সীমা বাড়ল। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
2/10

jeemain.nta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে করা যাবে আবেদন। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু এই পরীক্ষা। শেষ হবে ১ ফেব্রুয়ারি।
3/10

আবেদনপত্র সংশোধন করা যাবে ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার তিন দিন আগে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। পরীক্ষার ফল জানা যাবে ১২ ফেব্রুয়ারি।
4/10

JEE Main 2024 Session 1 - এর জন্য কীভাবে আবেদন করবেন?
5/10

প্রথমে JEE main- এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in- এখানে যেতে হবে।
6/10

এবার ক্লিক করতে হবে JEE Main 2024 সেশন ১ রেজিস্ট্রেশন লিঙ্কে। এই লিঙ্ক ওয়েবসাইটের হোমপেজেই থাকবে।
7/10

এরপর রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
8/10

একবার এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে অ্যাকাউন্টে লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে।
9/10

এরপরের পর্যায়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
10/10

শেষ পর্যায়ে পেজটা ডাউনলোড করে নিন। আর নিজের সুবিধার জন্য একটি হার্ড কপি সঙ্গে রেখে দিন যা পরে কাজে লাগতে পারে।
Published at : 01 Dec 2023 05:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
