দ্রুত গতিতে পড়ার সময় আমাদের প্রায়ই 'হোঁচট' খেতে হয়। সংশ্লিষ্ট বিষয় মজ্জাগত হতে দেরিও হয়ে থাকে মাঝেমধ্যে। ফলে, গতি কমে যায় পড়ার। আর তার জেরে নির্ধারিত সময়ের মধ্যে পঠন-পাঠন শেষ করা হয়ে ওঠে না।
2/10
এই সমস্যা বাড়তে থাকলে প্রভাব পড়তে পারে পড়ায়। কাজেই এর চটজলদি সমস্যা প্রয়োজন। কিন্তু, কীভাবে ? একাধিক উপায়ে পড়ার গতি বাড়ানো যেতে পারে।
3/10
প্রথমত, মন পরিষ্কার করে পড়ুন। তাতে কোনও বিষয় মজ্জাগত হতে দেরি হবে না।
4/10
সতেজ মন নিয়ে পড়লে দ্রুত তথ্য 'হজম করা' সম্ভব হয় । তাই সকালের গুরুত্বপূর্ণ পড়াশোনা সেরে নিন।
5/10
দ্বিতীয়ত, পুনরায় পড়া এড়িয়ে যান
6/10
যেসব শব্দ বা বাক্য ইতিমধ্যেই পড়ে ফেলেছেন তা পুনরায় পড়া এড়িয়ে যান। কারণ, তাতে পড়ার গতি কমে যাবে।
7/10
তৃতীয়ত, শব্দভাণ্ডারের উন্নতিসাধন। অর্থাৎ আপনার সংগ্রহে যত বেশি শব্দ থাকবে, কোনও কঠিন বিষয় উদ্ধার তত সহজতর হয়ে উঠবে।
8/10
নিজের শব্দভাণ্ডার বাড়ান। তাতে কোনও শব্দ না জানলে তার অর্থ খুঁজতে যে সময় ব্যয় হয়, তা এড়ানো যাবে
9/10
এছাড়া, কীভাবে কত সময়ের মধ্যে নিজেকে তৈরি করবেন তার একটা লক্ষ্য স্থির করুন
10/10
প্রতি দিন বা সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে কত পাতা পড়বেন তার একটা লক্ষ্যমাত্রা স্থির করুন। নিজের উন্নতি যাচাই করে নিন।