এক্সপ্লোর
Success Story: ডাক্তারি ছেড়ে IAS, কোভিডের সময় প্রস্তুতি নিয়ে একবারেই UPSC জয় পবনের
Success Story IAS Pavan Datta: হায়দরাবাদে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি তামিলনাড়ুতে একটি মেডিকেল কলেজে ভর্তি হন এমবিবিএস ডিগ্রি অর্জন করবেন বলে। কিন্তু কোভিডের সময় UPSC-র প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।
ডাক্তারি ছেড়ে সফল IAS পবনদত্ত
1/10

ডাক্তারির পথ না বেছে এমবিবিএস পড়া শেষ করেও শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি, তাও আবার মহামারী কোভিডের সময়। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
2/10

শুধুমাত্র হাজার হাজার মানুষকে সেবা করার, তাদের সাহায্য করার কথা ভেবেই শুরু করেছিলেন ইউপিএসসির প্রস্তুতি। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
Published at : 09 Aug 2024 12:36 PM (IST)
আরও দেখুন






















