এক্সপ্লোর
Success Story: ডাক্তারি ছেড়ে IAS, কোভিডের সময় প্রস্তুতি নিয়ে একবারেই UPSC জয় পবনের
Success Story IAS Pavan Datta: হায়দরাবাদে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি তামিলনাড়ুতে একটি মেডিকেল কলেজে ভর্তি হন এমবিবিএস ডিগ্রি অর্জন করবেন বলে। কিন্তু কোভিডের সময় UPSC-র প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।

ডাক্তারি ছেড়ে সফল IAS পবনদত্ত
1/10

ডাক্তারির পথ না বেছে এমবিবিএস পড়া শেষ করেও শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি, তাও আবার মহামারী কোভিডের সময়। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
2/10

শুধুমাত্র হাজার হাজার মানুষকে সেবা করার, তাদের সাহায্য করার কথা ভেবেই শুরু করেছিলেন ইউপিএসসির প্রস্তুতি। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
3/10

আজ তিনি সফল IAS। তামিলনাড়ুর জিভিএস পবনদত্তর সাফল্যের কাহিনি অনুপ্রাণিত করবে হাজার হাজার ইউপিএসসি উৎসাহীদের। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
4/10

তামিলনাড়ুর তিরুপতি জেলার বাসিন্দা পবনদত্তর বাবা ভেঙ্কটেশ্বরলু এলআইসি ইন্ডিয়াতে কাজ করতেন, পবনের মা ছিলেন পেশায় শিক্ষিকা। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
5/10

ছোটবেলা থেকেই পবন চাইতেন যাতে তিনি ডাক্তার হতে পারেন। ছেলেবেলায় পড়াশোনাতেও তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
6/10

হায়দরাবাদে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি তামিলনাড়ুতে একটি মেডিকেল কলেজে ভর্তি হন এমবিবিএস ডিগ্রি অর্জন করবেন বলে। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
7/10

তবে কোভিড মহামারির সময় তাঁর সিদ্ধান্ত বদল হয় জীবনে। চিকিৎসক হয়ে ওঠার বদলে তিনি প্রশাসনিক পরিষেবার দিকে যেতে চান। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
8/10

পরীক্ষার আগে তাঁর হাতে অনেকটাই সময় ছিল। তাই অযথা তাড়াহুড়ো না করে বেসিক বিষয় অধিগত করার দিকে জোর দেন পবন। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
9/10

ঐচ্ছিক বিষয়গুলির জন্য পবন কোচিং নিয়েছিলেন। দিয়েছিলেন মক ইন্টারভিউ, পরীক্ষাও। তারপরেই ইউপিএসসি জয় করেন তিনি। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
10/10

প্রথমবারের চেষ্টাতেই সারা দেশের মধ্যে ২২তম স্থান অধিকার করেন তামিলনাড়ুর পবনদত্ত, তাঁর রাজ্যে তিনিই প্রথম স্থানে ছিলেন। ছবি- পবনদত্তের ইনস্টাগ্রাম
Published at : 09 Aug 2024 12:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
