এক্সপ্লোর
Advertisement

Success Story: দুর্ঘটনায় মারা যান বাবা, UPSC জয় করে মায়ের মুখে হাসি ফুটিয়েছেন নভনীত
Navneet Anand: শৈশবে বাবাকে হারিয়ে প্রবল আর্থিক অনটনে পড়েও পড়াশোনা বন্ধ করেননি নভনীত, চালিয়ে গিয়েছেন প্রস্তুতি। অদম্য জেদে নিজের প্রস্তুতিতে অবিচল ছিলেন আর তাই আজ UPSC জয় করেছেন নভনীত।

নভনীতের UPSC জয় অনুপ্রেরণা দেবে
1/10

মনের ভিতর গভীর ইচ্ছে থাকলে পৃথিবীর যে কোনও বাধাই জয় করা সম্ভব। আর এই নজিরই গড়ে দিয়েছেন নভনীত আনন্দ। ছবি- ইনস্টাগ্রাম
2/10

শৈশবে বাবাকে হারিয়ে প্রবল আর্থিক অনটনে পড়েও পড়াশোনা বন্ধ করেননি নভনীত, চালিয়ে গিয়েছেন প্রস্তুতি। ছবি- ইনস্টাগ্রাম
3/10

সমস্ত বাধাকে উপেক্ষা করে অদম্য জেদে নিজের প্রস্তুতিতে অবিচল ছিলেন। আর তাই আজ সফলভাবে UPSC জয় করেছেন নভনীত। ছবি- ইনস্টাগ্রাম
4/10

বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা নভনীত। রাজস্থানের চিতোরগড় সৈনিক স্কুলে প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেছিলেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
5/10

ছোটবেলা থেকেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন নভনীত, কিন্ত তাঁর মায়োপিয়ার কারণে সেই স্বপ্ন সফল হয়নি। ছবি- ইনস্টাগ্রাম
6/10

ছোটবেলাতেই এক সড়ক দুর্ঘটনায় তাঁর বাবা মারা যান। মায়ের কাছে তারপর থেকে বড় হয়েছেন নভনীত। ছবি- ইনস্টাগ্রাম
7/10

আর্থিক অনটন ছিল চরমে, বাইরের লোকদের কাছে তাঁর মাকে শুনতে হত নানারকম কটুক্তি। কিন্তু তবু তাঁর মা নভনীতকে আশা জোগাতেন, প্রেরণা দিতেন। ছবি- ইনস্টাগ্রাম
8/10

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক উত্তীর্ণ হন তিনি, সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করেন। প্রথমে CISF-এ ২১ বছরেই চাকরি পান। ছবি- ইনস্টাগ্রাম
9/10

অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে কাজ পান নভনীত। শুরু হয় UPSC-র প্রস্তুতি। ২০২৩ সালে তৃতীয়বারের চেষ্টায় নভনীত UPSC উত্তীর্ণ হন। ছবি- ইনস্টাগ্রাম
10/10

সারা দেশের মধ্যে ৪৯৯ র্যাঙ্ক অর্জন করেন নভনীত আনন্দ। হাল না ছেড়ে নিজের প্রস্তুতি চালিয়ে গেলেই মেলে সাফল্য, নিজের জীবন দিয়ে দেখিয়েছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
Published at : 25 Jul 2024 04:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
